Ajker Patrika

চরমোনাইয়ের তিন দিনের মাহফিল কাল শুরু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ২৫
চরমোনাইয়ের তিন দিনের মাহফিল কাল শুরু

বরিশালের চরমোনাই দরবার শরীফে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল কাল বুধবার শুরু হচ্ছে। প্রতিবছর দুটি মাহফিল হয় চরমোনাইয়ে। এর মধ্যে ফাল্গুন মাসের মাহফিলটি তাদের প্রধান হিসেবে গণ্য করা হয়। কয়েক লাখ মুসল্লি এই মাহফিলে অংশ নেন।

মাহফিল বাস্তবায়ন কমিটির মিডিয়া সেলের সদস্য কে এম শরীয়ত উল্লাহ বলেন, আজ জোহরের নামাজের পর উদ্বোধনী বয়ান করে মাহফিলের সূচনা করবেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিন দিনের মাহফিলে পীর পাঁচটি ও তাঁর ভাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম দুটি বয়ান করবেন। শনিবার সকাল ৮টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হবে।

দ্বিতীয় দিন বৃহস্পতিবার দুপুরে ওলামা-মাশায়েখ মহাসমাবেশ এবং তৃতীয় দিন শুক্রবার ছাত্র আন্দোলনের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। উভয় কর্মসূচিতে চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীমসহ দলের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দেবেন।

কে এম শরীয়ত উল্লাহ আরও বলেন, মাহফিলে মুসল্লিদের জন্য ৩০০ একর এলাকাজুড়ে ছয়টি প্যান্ডেল নির্মিত হয়েছে। প্রতি বছরই প্যান্ডেল উপচে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় মুসল্লিরা উন্মুক্ত স্থানে অবস্থান নেন। ১৯২৪ সাল থেকে বছরে দুইবার চরমোনাইতে তিন দিনের মাহফিল হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত