Ajker Patrika

পটুয়াখালী-বরিশাল মহাসড়কে ছুরিকাঘাতে এক যুবক নিহত

প্রতিনিধি, পটুয়াখালী
আপডেট : ৩১ জুলাই ২০২১, ১০: ০০
পটুয়াখালী-বরিশাল মহাসড়কে ছুরিকাঘাতে এক যুবক নিহত

পটুয়াখালী-বরিশাল মহাসড়কের শিয়ালী নামক স্থানে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম ইব্রাহিম হোসেন ফয়সাল (২৪)। তিনি পেশায় মোটরসাইকেলচালক। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ফয়সাল মহিপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে। 

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ বলেন, ‘গত বৃহস্পতিবার বিকেলে ফয়সাল মহিপুর থেকে মোটরাইকেলে ভাড়ায় যাত্রী নিয়ে বরিশাল যান। বরিশাল থেকে রাতে ফেরার পথে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মধ্যে এক আরোহী পেছন থেকে ফয়সালকে ছুরি মারেন। এতে ঘটনাস্থলে ফয়সাল রাস্তার পাশে পড়ে যান। এ সময় এক অ্যাম্বুলেন্সচালক আহত অবস্থায় ফয়সালকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে পুলিশকে খবর দেন। হাসপাতালেই ফয়সালের মৃত্যু হয়। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এদিকে ফয়সালের মোটরসাইকেলে থাকা এক যাত্রীকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। হত্যাকাণ্ডের বিষয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

নিহত ফয়সাল কিছুদিন আগে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হয়ে জেল খেটেছিলেন। ধারণা করা হচ্ছে, মাদকসংশ্লিষ্ট কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলেও জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

ট্রাম্পের বেপরোয়া ক্ষমতায় ওলট-পালট বিশ্ব, বন্ধু থেকে শত্রু আতঙ্কিত সবাই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত