
জুলাই আন্দোলনে পটুয়াখালীর দুমকী উপজেলার এক শহীদের কন্যাকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার দুই আসামি বর্তমানে জেলহাজতে রয়েছেন। এ বিষয়ে বিভ্রান্তিকর কোনো তথ্য প্রচার না চালানোর জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন।
পিপি তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই আহ্বান জানান।
স্ট্যাটাসে তিনি লেখেন, ‘জুলাই আন্দোলনে শহীদের কন্যাকে নির্যাতনের মামলায় গ্রেপ্তার আসামিরা জেলহাজতে আছে। এ বিষয়ে কাউকে কোনো রকম বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।’
পটুয়াখালীর দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বলেন, মেয়েটির করা মামলায় এজাহারভুক্ত দুই আসামি সাকিব মুন্সি এবং সিফাত মুন্সি বর্তমানে জেলহাজতে রয়েছেন। তাঁদের জামিন হয়নি।
ওসি আরও জানান, বিভিন্ন মিডিয়ায় আসামিদের জামিন-সংক্রান্ত যে সংবাদ প্রচার করা হচ্ছে, তা সত্য নয়। অভিযুক্ত দুজনই বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
জনসাধারণ ও গণমাধ্যমের উদ্দেশে অনুরোধ জানানো হয়েছে, এ বিষয়ে যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর সংবাদ প্রচার বা শেয়ার না করতে। যাতে মামলার স্বচ্ছ বিচারপ্রক্রিয়া বিঘ্নিত না হয় এবং ভিকটিমের পরিবার যাতে নতুন করে মানসিক চাপের মুখে না পড়ে।

জৈন্তাপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে জৈন্তাপুর মডেল থানায় বিজিবির হাবিলদার কামাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ আরও ২৫-৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
১ মিনিট আগে
পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া, নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর-হামলা চালানোর অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে নেছারাবাদ উপজেলার ৭ নম্বর ওয়ার্ডে তাঁর নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা ক্ষমতায় গেলে চা-শ্রমিক ও দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেব। একই সঙ্গে ইমামদের সম্মানী দেওয়া হবে।’ আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে সদর উপজেলার শেরপুরের আইনপুর মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির...
৭ মিনিট আগে
বাগেরহাটের মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত এক পুরুষের (৫৫) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সিগন্যাল টাওয়ার এলাকার দক্ষিণ চরের বালুর ডাইকসংলগ্ন নদের তীর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগে