পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় বিএনপির নেতা আইনজীবী সগির হোসেন লিয়নের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ সময় সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা বাড়িতে থাকা লোকজনের হাত-পা বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, এলইডি টিভিসহ গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার দিবাগত রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত পাথরঘাটা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের হাজি জালাল উদ্দিন মহিলা কলেজের সামনের ওই আইনজীবীর বাড়িতে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর মঞ্জুর রশিদ সুমন।
অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী।
ভুক্তভোগী পরিবার বলছে, শনিবার রাতে খাবার খেয়ে সগির হোসেন লিয়নের বাবা আব্দুর রাজ্জাক, মা আমেনা বিবি, বোন সাবিনা বেগম, ভাইজি রিভা ও ভাগনে সাদিক সাড়ে ১১টার দিকে ঘুমিয়ে যান। এরপর রাত আড়াইটার দিকে একটি বিকট শব্দ পেয়ে ঘুম থেকে জেগে ঘরের লাইট জ্বালিয়ে সবকিছু ঠিকঠাক দেখে আবার ঘুমিয়ে পড়েন তাঁরা। রাত ৩টার দিকে জানলার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্র দিয়ে জিম্মি করে ডাকাতেরা।
সাবিনা বেগম বলেন, ‘ঘরে ঢুকে আমার বাবা আব্দুর রাজ্জাক ও ভাইয়ের মেয়ে ইভাকে বেঁধে গলায় রামদা ধরে আধুনিক কাটার মেশিন দিয়ে আলমারির তালা কেটে নগদ টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার, একটি এলইডি টিভি ও তিনটি কম্বল নিয়ে যায় ডাকাতেরা।’
সাবিনা আরও বলেন, ‘ছয়জন মুখোশ পরে ঘরে ঢুকেছিল। তাদের কাউকে চিনতে পারিনি।’
স্থানীয় কাউন্সিলর মঞ্জুর রশিদ সুমন বলেন, ‘বাড়ির মূল ফটকের গেট ভেঙে, ঘরের গ্রিল কেটে সংঘবদ্ধ চক্র ঘরে প্রবেশ করে। ডাকাতেরা সাউন্ডলেস কাটার মেশিন ব্যবহার করে তালা কেটেছে। এর আগে পাথরঘাটা পৌর শহরে এমন ঘটনা ঘটেনি।’
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় মজুমদার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়েই তদন্ত চলছে। আশা করি শিগগিরই দুর্বৃত্তদের আটক করতে সক্ষম হব।’

বরগুনার পাথরঘাটায় বিএনপির নেতা আইনজীবী সগির হোসেন লিয়নের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ সময় সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা বাড়িতে থাকা লোকজনের হাত-পা বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, এলইডি টিভিসহ গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার দিবাগত রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত পাথরঘাটা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের হাজি জালাল উদ্দিন মহিলা কলেজের সামনের ওই আইনজীবীর বাড়িতে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর মঞ্জুর রশিদ সুমন।
অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী।
ভুক্তভোগী পরিবার বলছে, শনিবার রাতে খাবার খেয়ে সগির হোসেন লিয়নের বাবা আব্দুর রাজ্জাক, মা আমেনা বিবি, বোন সাবিনা বেগম, ভাইজি রিভা ও ভাগনে সাদিক সাড়ে ১১টার দিকে ঘুমিয়ে যান। এরপর রাত আড়াইটার দিকে একটি বিকট শব্দ পেয়ে ঘুম থেকে জেগে ঘরের লাইট জ্বালিয়ে সবকিছু ঠিকঠাক দেখে আবার ঘুমিয়ে পড়েন তাঁরা। রাত ৩টার দিকে জানলার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্র দিয়ে জিম্মি করে ডাকাতেরা।
সাবিনা বেগম বলেন, ‘ঘরে ঢুকে আমার বাবা আব্দুর রাজ্জাক ও ভাইয়ের মেয়ে ইভাকে বেঁধে গলায় রামদা ধরে আধুনিক কাটার মেশিন দিয়ে আলমারির তালা কেটে নগদ টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার, একটি এলইডি টিভি ও তিনটি কম্বল নিয়ে যায় ডাকাতেরা।’
সাবিনা আরও বলেন, ‘ছয়জন মুখোশ পরে ঘরে ঢুকেছিল। তাদের কাউকে চিনতে পারিনি।’
স্থানীয় কাউন্সিলর মঞ্জুর রশিদ সুমন বলেন, ‘বাড়ির মূল ফটকের গেট ভেঙে, ঘরের গ্রিল কেটে সংঘবদ্ধ চক্র ঘরে প্রবেশ করে। ডাকাতেরা সাউন্ডলেস কাটার মেশিন ব্যবহার করে তালা কেটেছে। এর আগে পাথরঘাটা পৌর শহরে এমন ঘটনা ঘটেনি।’
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় মজুমদার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়েই তদন্ত চলছে। আশা করি শিগগিরই দুর্বৃত্তদের আটক করতে সক্ষম হব।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৫ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে