Ajker Patrika

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্বে ড. মোহাম্মদ বদরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্বে ড. মোহাম্মদ বদরুজ্জামান

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উপাচার্যের (ভিসি) দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরুপা তালুকদার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া উপাচার্যের রুটিন দায়িত্ব পেয়ে কাজ শুরু করেছেন। 

এর আগে অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ, টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের পর্যটন শিল্পের বিকাশেও কাজ করেছেন। 

ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, তিনি সবাইকে নিয়ে ববির উন্নয়ন ঘটাতে চান। ‘বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে গতি এবং ছাত্র শিক্ষকদের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে কাজ করে যাবেন।’ 

এর আগে গত রোববার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদটি শূন্য হয়। সদ্য বিদায়ী ভিসি অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন গত চার বছর ধরে এ দায়িত্ব পালন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত