নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল জেলায় বিএনপির একমাত্র চেয়ারম্যান ছিলেন চন্দ্রমোহন ইউনিয়নের সিরাজুল হক হাওলাদার। দুই বছর আগে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির অপ্রকাশ্যে সমর্থনে তিনি স্বতন্ত্র চেয়ারম্যান হওয়ার পর ইউনিয়ন বিএনপির উপদেষ্টা করা হয়। বরিশাল-৫ (মহানগর-সদর) আসনে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার করায় সিরাজুল হককে বহিষ্কার করেছে বিএনপি।
একই সঙ্গে সদর উপজেলার আরও ৩ বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের ট্রাক প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার করছেন। বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী এনায়েত হোসেন বাচ্চু দলের চার নেতাকে আজ সোমবার স্থায়ীভাবে বহিষ্কার করার সত্যতা নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা হলেন চন্দ্রমোহন ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল হক হাওলাদার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুল করীম তুহিন, সদর উপজেলা কমিটির সদস্য চরবাড়িয়া ইউনিয়নের পারুল বেগম এবং চরবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবুল খান।
চেয়ারম্যান সিরাজুল বলেন, ‘গত বুধবার নৌকার প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদ মাঠে বৈঠক করেন। সভা চলাকালে তিনি ইউনিয়ন পরিষদের কক্ষে বসেছিলেন। প্রতিমন্ত্রী তাঁর লোকের মাধ্যমে ডেকে নিয়ে মঞ্চে বসান। কিছু বলার জন্য তাঁকে মাইক দেওয়া হলে তিনি ইউনিয়নে মন্ত্রীর উন্নয়নকাজগুলোর বর্ণনা দেন। তবে নৌকার জন্য ভোট চাননি।’
সিরাজুল জানান, তিনি বহিষ্কার আদেশ পাননি। এর আগে তাঁকে কোনো শোকজও করা হয়নি।
বহিষ্কৃত চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপি নেতা ওবাইদুল হক তুহিন স্বতন্ত্র প্রার্থীর ট্রাক মার্কার পক্ষে থাকার কথা স্বীকার করে বলেন, ‘বিএনপির অনেকেই গোপনে স্বতন্ত্র প্রার্থীর জন্য কাজ করছেন।’

বরিশাল জেলায় বিএনপির একমাত্র চেয়ারম্যান ছিলেন চন্দ্রমোহন ইউনিয়নের সিরাজুল হক হাওলাদার। দুই বছর আগে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির অপ্রকাশ্যে সমর্থনে তিনি স্বতন্ত্র চেয়ারম্যান হওয়ার পর ইউনিয়ন বিএনপির উপদেষ্টা করা হয়। বরিশাল-৫ (মহানগর-সদর) আসনে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার করায় সিরাজুল হককে বহিষ্কার করেছে বিএনপি।
একই সঙ্গে সদর উপজেলার আরও ৩ বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের ট্রাক প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার করছেন। বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী এনায়েত হোসেন বাচ্চু দলের চার নেতাকে আজ সোমবার স্থায়ীভাবে বহিষ্কার করার সত্যতা নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা হলেন চন্দ্রমোহন ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল হক হাওলাদার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুল করীম তুহিন, সদর উপজেলা কমিটির সদস্য চরবাড়িয়া ইউনিয়নের পারুল বেগম এবং চরবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবুল খান।
চেয়ারম্যান সিরাজুল বলেন, ‘গত বুধবার নৌকার প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদ মাঠে বৈঠক করেন। সভা চলাকালে তিনি ইউনিয়ন পরিষদের কক্ষে বসেছিলেন। প্রতিমন্ত্রী তাঁর লোকের মাধ্যমে ডেকে নিয়ে মঞ্চে বসান। কিছু বলার জন্য তাঁকে মাইক দেওয়া হলে তিনি ইউনিয়নে মন্ত্রীর উন্নয়নকাজগুলোর বর্ণনা দেন। তবে নৌকার জন্য ভোট চাননি।’
সিরাজুল জানান, তিনি বহিষ্কার আদেশ পাননি। এর আগে তাঁকে কোনো শোকজও করা হয়নি।
বহিষ্কৃত চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপি নেতা ওবাইদুল হক তুহিন স্বতন্ত্র প্রার্থীর ট্রাক মার্কার পক্ষে থাকার কথা স্বীকার করে বলেন, ‘বিএনপির অনেকেই গোপনে স্বতন্ত্র প্রার্থীর জন্য কাজ করছেন।’

টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
৩৩ মিনিট আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২ ঘণ্টা আগে