নিজস্ব প্রতিবেদক, বরিশাল

এসএসসি পরীক্ষার ফলাফল শুনে আজকাল পরীক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। হয়তো এসব শিক্ষার্থী মাদকে জড়িয়ে পড়েছে। তাই ডোপ টেস্ট করিয়ে তাদের পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করতে হবে শিক্ষা মন্ত্রণালয়কে।
আজ শনিবার বরিশালে এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। মাদকাসক্তি নিরাময়ে চিকিৎসার প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে নগরীর একটি রেস্তোরাঁয় এ বৈঠকের আয়োজন করে বেসরকারি প্রতিষ্ঠান নিউ লাইফ ও জাগ নারী।
বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক পরিতোষ কুমার কণ্ডু জানান, বরিশালের সব জায়গায় মাদক রয়েছে। এখানে আধুনিক মানের মাদকের চালান ঢুকে পড়েছে। বর্তমানে ইয়াবার দাপটে ফেনসিডিল, গাঁজা নিচে পড়ে গেছে। মাদকের বিস্তার এত বেড়েছে যে, এক বছর আগে যেখানে মাসে ৬০-৭০টি মামলা হতো, এখন ১৫০টির ওপরে মামলা করতে হয়। এ থেকে বোঝা যায়, বরিশালে মাদক সেবন বেড়ে গেছে।
পরিচালক পরিতোষ বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে অভিযানের আগেই অনেক সময় জেনে যায়। এর কারণ শর্ষের ভেতরেও ভূত আছে। আমরা আশা করি, এসব প্রতিবন্ধকতা দূর করে মাদক নিয়ন্ত্রণে রাখতে পারব। এখন ডোপ টেস্টের মাধ্যমে গাড়িচালক, বিসিএস পরীক্ষার্থী, প্রাথমিক শিক্ষক মাদকাসক্ত কি না, তা চিহ্নিত করা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তর চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ বিষয়ে সহযোগিতা করবে।’
অনুষ্ঠানে বক্তারা মত দেন, মাদকের বিকল্প হিসেবে যুবসমাজকে এই নগরে খেলার মাঠ ফিরিয়ে দিতে হবে। মোবাইল ফোনের অপব্যবহার রোধ করতে হবে। তাহলে সমাজ বাঁচবে।
বৈঠকে আয়োজকেরা জানান, দেশে প্রায় ৪০০ বেসরকারি মাদক নিরাময়কেন্দ্র রয়েছে। বরিশালে এই সংখ্যা ৮ থেকে ১০টি। এর মধ্যে মাত্র দুটিতে সঠিক চিকিৎসা হয়। বাকিগুলোতে মাদকাসক্তদের চিকিৎসার নামে যদি নির্যাতন করা হয়, তবে এর দায় অন্যরা কেন নেবে? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ বিষয়ে ব্যবস্থা নেওয়া দরকার।
নিউ লাইফের প্রতিষ্ঠাতা মর্তুজা জুয়েলের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরও উপস্থিতি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলার উপপরিচালক মো. তানভীর হোসেন খান, জাগো নারীর সম্পাদক গোপাল সরকার, বেসরকারি সংস্থা আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, নাট্যব্যক্তিত্ব সৈয়দ দুলাল, সাংবাদিক মুরাদ আহমেদ, কাজী মিরাজ মাহমুদ, অপূর্ব অপু, এনজিওকর্মী খোরশেদ আলম প্রমুখ।

এসএসসি পরীক্ষার ফলাফল শুনে আজকাল পরীক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। হয়তো এসব শিক্ষার্থী মাদকে জড়িয়ে পড়েছে। তাই ডোপ টেস্ট করিয়ে তাদের পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করতে হবে শিক্ষা মন্ত্রণালয়কে।
আজ শনিবার বরিশালে এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। মাদকাসক্তি নিরাময়ে চিকিৎসার প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে নগরীর একটি রেস্তোরাঁয় এ বৈঠকের আয়োজন করে বেসরকারি প্রতিষ্ঠান নিউ লাইফ ও জাগ নারী।
বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক পরিতোষ কুমার কণ্ডু জানান, বরিশালের সব জায়গায় মাদক রয়েছে। এখানে আধুনিক মানের মাদকের চালান ঢুকে পড়েছে। বর্তমানে ইয়াবার দাপটে ফেনসিডিল, গাঁজা নিচে পড়ে গেছে। মাদকের বিস্তার এত বেড়েছে যে, এক বছর আগে যেখানে মাসে ৬০-৭০টি মামলা হতো, এখন ১৫০টির ওপরে মামলা করতে হয়। এ থেকে বোঝা যায়, বরিশালে মাদক সেবন বেড়ে গেছে।
পরিচালক পরিতোষ বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে অভিযানের আগেই অনেক সময় জেনে যায়। এর কারণ শর্ষের ভেতরেও ভূত আছে। আমরা আশা করি, এসব প্রতিবন্ধকতা দূর করে মাদক নিয়ন্ত্রণে রাখতে পারব। এখন ডোপ টেস্টের মাধ্যমে গাড়িচালক, বিসিএস পরীক্ষার্থী, প্রাথমিক শিক্ষক মাদকাসক্ত কি না, তা চিহ্নিত করা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তর চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ বিষয়ে সহযোগিতা করবে।’
অনুষ্ঠানে বক্তারা মত দেন, মাদকের বিকল্প হিসেবে যুবসমাজকে এই নগরে খেলার মাঠ ফিরিয়ে দিতে হবে। মোবাইল ফোনের অপব্যবহার রোধ করতে হবে। তাহলে সমাজ বাঁচবে।
বৈঠকে আয়োজকেরা জানান, দেশে প্রায় ৪০০ বেসরকারি মাদক নিরাময়কেন্দ্র রয়েছে। বরিশালে এই সংখ্যা ৮ থেকে ১০টি। এর মধ্যে মাত্র দুটিতে সঠিক চিকিৎসা হয়। বাকিগুলোতে মাদকাসক্তদের চিকিৎসার নামে যদি নির্যাতন করা হয়, তবে এর দায় অন্যরা কেন নেবে? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ বিষয়ে ব্যবস্থা নেওয়া দরকার।
নিউ লাইফের প্রতিষ্ঠাতা মর্তুজা জুয়েলের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরও উপস্থিতি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলার উপপরিচালক মো. তানভীর হোসেন খান, জাগো নারীর সম্পাদক গোপাল সরকার, বেসরকারি সংস্থা আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, নাট্যব্যক্তিত্ব সৈয়দ দুলাল, সাংবাদিক মুরাদ আহমেদ, কাজী মিরাজ মাহমুদ, অপূর্ব অপু, এনজিওকর্মী খোরশেদ আলম প্রমুখ।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষানবিশ চিকিৎসকের ওপর হামলা চালিয়েছে রোগীর স্বজনেরা। পরে রোগীর স্বজন ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এদিকে হামলার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন শিক্ষানবিশ চিকিৎসকেরা।
৬ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির কমিটি বিলুপ্ত করেছে দলটির কেন্দ্রীয় কমিটি। দলীয় সূত্র বলছে, বিএনপি-সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের পক্ষে সাংগঠনিকভাবে কাজ না করায় গলাচিপা ও দশমিনা উপজেলা কমিটির বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব।
৩৪ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার দুই শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১১টায় এক শিফটের পরীক্ষা শেষ হয়েছে। বেলা ৩টায় আরেক শিফটে পরীক্ষা হবে।
১ ঘণ্টা আগে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুগদা, বনানী ও রূপনগর থানা-পুলিশ। এর মধ্যে মুগদা থানায় ৯ জন, বনানী থানায় ৭ জন ও রূপনগর থানায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে