নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সারা দেশে একযোগে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হলেও বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এলাকার শিশুরা বঞ্চিত হয়েছে। আজ সোমবার বিসিসি এই ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি পালন করেনি। এতে বিভিন্ন কেন্দ্রে শিশুদের নিয়ে গিয়ে হতাশ হয়ে ফিরেছেন অভিভাবকেরা।
এদিকে ক্যাপসুল না খাওয়ানোর ঘটনায় বিসিসি ও স্বাস্থ্য অধিদপ্তর একে অপরকে দায়ী করছে। বরিশাল নগরে প্রায় ৬২ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কথা রয়েছে।
সরেজমিন জানা গেছে, আজ সকালে নগরের সদর হাসপাতাল, নবগ্রাম রোড সূর্যের হাসি ক্লিনিকসহ বিভিন্ন কেন্দ্রে শিশুদের নিয়ে অভিভাবকেরা জড়ো হন। ওই সব কেন্দ্রে সব সময় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।
সদর হাসপাতালে আসা নগরের কাশিপুর এলাকার এক শিশুর অভিভাবক মাইনুল ইসলাম জানান, তাঁর সন্তানকে ক্যাপসুল খাওয়ানোর জন্য প্রথমে এলাকায়, পরে সদর হাসপাতালে আসেন। কিন্তু সেখানেও ক্যাপসুল খাওয়াতে পারেননি। তাঁর মতো অনেক অভিভাবক বিভিন্ন কেন্দ্রে এসে ফিরে গেছেন।
বিসিসির স্বাস্থ্য কর্মকর্তা শুভ্র সাংবাদিকদের জানান, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি সারা দেশে আজ পালিত হওয়ার বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিসিসিকে জানানো হয়নি। গণমাধ্যমে জানতে পেরে তিনি গতকাল রোববার রাতে অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালককে ফোন দেন। তিনি (পরিচালক) বিষয়টির জন্য অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ে যোগাযোগ করতে বলেন। পরে সেখানে যোগাযোগ করে বিসিসির এক কর্মকর্তাকে গতকাল রাতেই ঢাকায় পাঠিয়েছেন।
মেয়রের সঙ্গে আলোচনা করে ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি পালন করা হবে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা শুভ্র। তিনি বলেন, ‘নগরে ২২০টি কেন্দ্রে ৬২ হাজার শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। কবে থেকে কর্মসূচি শুরু হবে তা মাইকিং করে জানানো হবে।’
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক হুমায়ুন শাহিন খান আজকের পত্রিকাকে জানান, সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কথা থাকলেও বিসিসি আজ এই কার্যক্রম শুরু করতে পারেনি। সিটি করপোরেশন ক্যাপসুল স্বাস্থ্য অধিদপ্তর থেকে আনতে পারেনি।
সিটি করপোরেশনকে অবহিত না করার বিষয়ে হুমায়ুন জানান, স্বাস্থ্য অধিদপ্তর অবশ্যই সিটি করপোরেশনকে জানিয়েছে। কেন শিশুদের ক্যাপসুল খাওয়ানো হলো না, তা তাঁরা খতিয়ে দেখবেন।

সারা দেশে একযোগে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হলেও বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এলাকার শিশুরা বঞ্চিত হয়েছে। আজ সোমবার বিসিসি এই ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি পালন করেনি। এতে বিভিন্ন কেন্দ্রে শিশুদের নিয়ে গিয়ে হতাশ হয়ে ফিরেছেন অভিভাবকেরা।
এদিকে ক্যাপসুল না খাওয়ানোর ঘটনায় বিসিসি ও স্বাস্থ্য অধিদপ্তর একে অপরকে দায়ী করছে। বরিশাল নগরে প্রায় ৬২ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কথা রয়েছে।
সরেজমিন জানা গেছে, আজ সকালে নগরের সদর হাসপাতাল, নবগ্রাম রোড সূর্যের হাসি ক্লিনিকসহ বিভিন্ন কেন্দ্রে শিশুদের নিয়ে অভিভাবকেরা জড়ো হন। ওই সব কেন্দ্রে সব সময় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।
সদর হাসপাতালে আসা নগরের কাশিপুর এলাকার এক শিশুর অভিভাবক মাইনুল ইসলাম জানান, তাঁর সন্তানকে ক্যাপসুল খাওয়ানোর জন্য প্রথমে এলাকায়, পরে সদর হাসপাতালে আসেন। কিন্তু সেখানেও ক্যাপসুল খাওয়াতে পারেননি। তাঁর মতো অনেক অভিভাবক বিভিন্ন কেন্দ্রে এসে ফিরে গেছেন।
বিসিসির স্বাস্থ্য কর্মকর্তা শুভ্র সাংবাদিকদের জানান, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি সারা দেশে আজ পালিত হওয়ার বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিসিসিকে জানানো হয়নি। গণমাধ্যমে জানতে পেরে তিনি গতকাল রোববার রাতে অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালককে ফোন দেন। তিনি (পরিচালক) বিষয়টির জন্য অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ে যোগাযোগ করতে বলেন। পরে সেখানে যোগাযোগ করে বিসিসির এক কর্মকর্তাকে গতকাল রাতেই ঢাকায় পাঠিয়েছেন।
মেয়রের সঙ্গে আলোচনা করে ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি পালন করা হবে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা শুভ্র। তিনি বলেন, ‘নগরে ২২০টি কেন্দ্রে ৬২ হাজার শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। কবে থেকে কর্মসূচি শুরু হবে তা মাইকিং করে জানানো হবে।’
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক হুমায়ুন শাহিন খান আজকের পত্রিকাকে জানান, সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কথা থাকলেও বিসিসি আজ এই কার্যক্রম শুরু করতে পারেনি। সিটি করপোরেশন ক্যাপসুল স্বাস্থ্য অধিদপ্তর থেকে আনতে পারেনি।
সিটি করপোরেশনকে অবহিত না করার বিষয়ে হুমায়ুন জানান, স্বাস্থ্য অধিদপ্তর অবশ্যই সিটি করপোরেশনকে জানিয়েছে। কেন শিশুদের ক্যাপসুল খাওয়ানো হলো না, তা তাঁরা খতিয়ে দেখবেন।

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
৯ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
১২ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৩১ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৩৬ মিনিট আগে