ভোলার লালমোহন উপজেলার ফুলবাগিচা বাজারের স্কুল রোডে ছোট একটি চায়ের দোকান নান্নু হোসেনের। প্রতিদিন ফজর নামাজের পর দোকান খোলেন তিনি। দোকান খুলেই প্রায় দু শ পাখিকে দোকানের রুটি, বিস্কুট আর মুড়ি দেন খেতে।
এভাবেই চলছে ৫ বছর ধরে। প্রথমে ২০ / ২৫টি শালিক আসলেও বর্তমানে শালিকের সংখ্যা প্রায় দু শ। প্রতিদিন ভোরে এমন আতিথেয়তার কারণে নান্নুর সঙ্গে শালিকগুলোর বেশ ভাব জমেছে। তাঁর সঙ্গে শালিকদের এমন সখ্য মন কেড়েছে এলাকাবাসীরও।
পাখিদের সঙ্গে এমন দারুণ সম্পর্কের ব্যাপারে নান্নু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘৫ বছর আগে দেখতাম বেশ কিছু শালিক ভোরে দোকানের সামনে বসে থাকে। তখন মাঝে মধ্যে শালিকদের খাবার দিতাম। এরপর থেকে ধীরে ধীরে শালিকের সংখ্যা বাড়তে থাকে। এতে শালিকগুলোর প্রতি এক ধরনের মায়া সৃষ্টি হয়ে যায়। তারপর থেকে নিয়মিত খাবার দিয়ে যাচ্ছি।’
নান্নু মিয়া আরও বলেন, ‘এখন প্রায় দু শ শালিক প্রতিদিন ভোরে আমার দোকানের সামনে আসে। আমি ওই সব শালিকদের খাবার দেই। পাখিগুলোর কিচিরমিচির ডাক সত্যিই ভালো লাগে। এতে মনের মধ্যেও প্রশান্তি মিলে।’
নেচার কনজারভেশন কমিটির (এনসিসি) ভোলার সমন্বয়কারী মো. জসিম জনি বলেন, ‘পাখির প্রতি মানুষের এ ধরনের ভালোবাসা থাকা উচিত। তাহলে পাখি বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে। পাখি বিভিন্ন ভাবে পরিবেশের উপকারে করে। আমাদের প্রত্যেকেরই উচিত পাখির প্রতি উদারতা দেখানো।’

স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২০ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৩ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
৪৩ মিনিট আগে
ড. ফয়জুল হক বলেন, ‘এই দেশের বিড়ি বিক্রেতা, দাড়ি না রাখা মানুষ কিংবা সাধারণ মানুষ—তারা কি আমাদের ভোট দেবে না? ইসলাম সবার জন্য। আমার বক্তব্যকে মিসলিড করে উপস্থাপন করা হয়েছে। বাস্তবে এই বক্তব্য আমাদের জন্য দুই কোটি টাকার সমপরিমাণ মার্কেটিং হয়ে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি গিফট।’
১ ঘণ্টা আগে