
বরিশালে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজন মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। একই সময়ে নতুন করে ১০৫ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন আব্দুল করিম (৫০) ও ইউসুফ খন্দকার (৭০)।
আব্দুল করিম বরগুনার বেতাগীর কালিকাবাড়ির বাসিন্দা ছিলেন। তিনি গত মঙ্গলবার বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ইউসুফ খন্দকারের পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালীর বাসিন্দা ছিলেন। তিনি গতকাল কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানা গেছে, বরিশালের ছয় জেলার মধ্যে ডেঙ্গুর হটস্পট বরগুনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশি। চলতি বছর বিভাগজুড়ে মোট আক্রান্ত ৪ হাজার ৩০৫ জনের মধ্যে বরগুনার বাসিন্দাই ২ হাজার ৬৩২ জন। মারা গেছেন ১১ জন। তাদের মধ্যে বরগুনার ৬ জন। এ তথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল।
বরিশাল স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন ভর্তি হয়। এ ছাড়া বরিশাল জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় চারজন। পটুয়াখালীর একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একজন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তিন, ভোলা সদর হাসপাতালে এক, বরগুনায় ৭০ জন ভর্তি হয়েছে। ঝালকাঠি ও পিরোজপুরে ২৪ ঘণ্টায় কোনো ডেঙ্গু রোগী ভর্তি হয়নি। একই সময়ে ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৬ জন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত যত রোগী ভর্তি হয়েছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে বেশি। কারণ, অনেকে বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও বাড়িতে চিকিৎসা নিচ্ছে। সেই সংখ্যা আমাদের কাছে থাকলে সবাই বুঝত, ডেঙ্গু কত ভয়াবহ আকার ধারণ করেছে।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৭ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে