Ajker Patrika

পুলিশের স্ত্রীর ওপর ‘কিশোর গ্যাংয়ের’ হামলায় আটক ১ 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
পুলিশের স্ত্রীর ওপর ‘কিশোর গ্যাংয়ের’ হামলায় আটক ১ 

বরিশালে পুলিশের এক সার্জেন্টের স্ত্রীর ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। হামলায় জড়িত অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু উদ্যানের হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার সার্জেন্ট টুটুলের স্ত্রী সিফাত জাহান মীম বাদী হয়ে ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীনের ছেলেসহ ২৫ জনকে আসামি করে মামলা করেছেন। 

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, টুটুলের স্ত্রী বাদী হয়ে নারী নির্যাতনসহ বিভিন্ন ধারায় মামলা করেছেন। হামলার ঘটনায় যুক্তদের মধ্যে একজনকে আটক করা হয়েছে। 

হামলার শিকার সিফাত জাহান মীম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বড় বোন, তাদের ছেলে-মেয়ে এবং কয়েকজন বান্ধবী মিলে বঙ্গবন্ধু উদ্যানের হেলিপ্যাডে অবস্থান করে। সেখানে কিছুক্ষণ পর ২০-২৫ কিশোর হেলিপ্যাডে এসে অবস্থান নিয়ে একটি কেক কাটে। একপর্যায়ে এক কিশোর মীমের সঙ্গে থাকা পোষা বিড়ালকে উত্ত্যক্ত করে। সেখান থেকে চলে যেতে চাইলে কিশোরেরা অশ্লীল অঙ্গভঙ্গি করে এবং গালিও দেয়। এর প্রতিবাদ করায় এক কিশোর মীমকে লাথি মেরে রাস্তায় ফেলে দেয়। 

মীম আরও বলেন, কিছু সময় পর ১০ নম্বর কাউন্সিলর জায়নাল আবেদীনের ছেলে আশরাফুল দলবল নিয়ে দ্বিতীয়বার হামলার চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে তারা পালিয়ে যায়। 

মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফজুলল করিম বলেন, এ ঘটনায় সার্জেন্টের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। এতে কিশোর গাংয়ের পাঁচজনের নামে ও অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে। কেডিসি এলাকা থেকে এক কিশোরকে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত