নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে পুলিশের এক সার্জেন্টের স্ত্রীর ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। হামলায় জড়িত অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু উদ্যানের হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার সার্জেন্ট টুটুলের স্ত্রী সিফাত জাহান মীম বাদী হয়ে ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীনের ছেলেসহ ২৫ জনকে আসামি করে মামলা করেছেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, টুটুলের স্ত্রী বাদী হয়ে নারী নির্যাতনসহ বিভিন্ন ধারায় মামলা করেছেন। হামলার ঘটনায় যুক্তদের মধ্যে একজনকে আটক করা হয়েছে।
হামলার শিকার সিফাত জাহান মীম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বড় বোন, তাদের ছেলে-মেয়ে এবং কয়েকজন বান্ধবী মিলে বঙ্গবন্ধু উদ্যানের হেলিপ্যাডে অবস্থান করে। সেখানে কিছুক্ষণ পর ২০-২৫ কিশোর হেলিপ্যাডে এসে অবস্থান নিয়ে একটি কেক কাটে। একপর্যায়ে এক কিশোর মীমের সঙ্গে থাকা পোষা বিড়ালকে উত্ত্যক্ত করে। সেখান থেকে চলে যেতে চাইলে কিশোরেরা অশ্লীল অঙ্গভঙ্গি করে এবং গালিও দেয়। এর প্রতিবাদ করায় এক কিশোর মীমকে লাথি মেরে রাস্তায় ফেলে দেয়।
মীম আরও বলেন, কিছু সময় পর ১০ নম্বর কাউন্সিলর জায়নাল আবেদীনের ছেলে আশরাফুল দলবল নিয়ে দ্বিতীয়বার হামলার চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে তারা পালিয়ে যায়।
মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফজুলল করিম বলেন, এ ঘটনায় সার্জেন্টের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। এতে কিশোর গাংয়ের পাঁচজনের নামে ও অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে। কেডিসি এলাকা থেকে এক কিশোরকে আটক করা হয়েছে।

বরিশালে পুলিশের এক সার্জেন্টের স্ত্রীর ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। হামলায় জড়িত অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু উদ্যানের হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার সার্জেন্ট টুটুলের স্ত্রী সিফাত জাহান মীম বাদী হয়ে ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীনের ছেলেসহ ২৫ জনকে আসামি করে মামলা করেছেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, টুটুলের স্ত্রী বাদী হয়ে নারী নির্যাতনসহ বিভিন্ন ধারায় মামলা করেছেন। হামলার ঘটনায় যুক্তদের মধ্যে একজনকে আটক করা হয়েছে।
হামলার শিকার সিফাত জাহান মীম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বড় বোন, তাদের ছেলে-মেয়ে এবং কয়েকজন বান্ধবী মিলে বঙ্গবন্ধু উদ্যানের হেলিপ্যাডে অবস্থান করে। সেখানে কিছুক্ষণ পর ২০-২৫ কিশোর হেলিপ্যাডে এসে অবস্থান নিয়ে একটি কেক কাটে। একপর্যায়ে এক কিশোর মীমের সঙ্গে থাকা পোষা বিড়ালকে উত্ত্যক্ত করে। সেখান থেকে চলে যেতে চাইলে কিশোরেরা অশ্লীল অঙ্গভঙ্গি করে এবং গালিও দেয়। এর প্রতিবাদ করায় এক কিশোর মীমকে লাথি মেরে রাস্তায় ফেলে দেয়।
মীম আরও বলেন, কিছু সময় পর ১০ নম্বর কাউন্সিলর জায়নাল আবেদীনের ছেলে আশরাফুল দলবল নিয়ে দ্বিতীয়বার হামলার চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে তারা পালিয়ে যায়।
মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফজুলল করিম বলেন, এ ঘটনায় সার্জেন্টের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। এতে কিশোর গাংয়ের পাঁচজনের নামে ও অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে। কেডিসি এলাকা থেকে এক কিশোরকে আটক করা হয়েছে।

চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর হেফাজতে মারা যাওয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে জীবননগর পৌর ঈদগাহ মাঠে তাঁর জানাজা হয়। এতে পুলিশের কর্মকর্তা, বিএনপির নেতা-কর্মীসহ হাজারো মানুষ অংশ নেন। এদিকে ডাবলুর মৃত্যুর...
৩ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
৩৬ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় নয়ন মোল্লা (২৩) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
৩৭ মিনিট আগে
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বহিষ্কৃত নেতাসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। চাঁদাবাজির অভিযোগে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের চৌধুরী বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে