নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে পুলিশের এক সার্জেন্টের স্ত্রীর ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। হামলায় জড়িত অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু উদ্যানের হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার সার্জেন্ট টুটুলের স্ত্রী সিফাত জাহান মীম বাদী হয়ে ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীনের ছেলেসহ ২৫ জনকে আসামি করে মামলা করেছেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, টুটুলের স্ত্রী বাদী হয়ে নারী নির্যাতনসহ বিভিন্ন ধারায় মামলা করেছেন। হামলার ঘটনায় যুক্তদের মধ্যে একজনকে আটক করা হয়েছে।
হামলার শিকার সিফাত জাহান মীম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বড় বোন, তাদের ছেলে-মেয়ে এবং কয়েকজন বান্ধবী মিলে বঙ্গবন্ধু উদ্যানের হেলিপ্যাডে অবস্থান করে। সেখানে কিছুক্ষণ পর ২০-২৫ কিশোর হেলিপ্যাডে এসে অবস্থান নিয়ে একটি কেক কাটে। একপর্যায়ে এক কিশোর মীমের সঙ্গে থাকা পোষা বিড়ালকে উত্ত্যক্ত করে। সেখান থেকে চলে যেতে চাইলে কিশোরেরা অশ্লীল অঙ্গভঙ্গি করে এবং গালিও দেয়। এর প্রতিবাদ করায় এক কিশোর মীমকে লাথি মেরে রাস্তায় ফেলে দেয়।
মীম আরও বলেন, কিছু সময় পর ১০ নম্বর কাউন্সিলর জায়নাল আবেদীনের ছেলে আশরাফুল দলবল নিয়ে দ্বিতীয়বার হামলার চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে তারা পালিয়ে যায়।
মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফজুলল করিম বলেন, এ ঘটনায় সার্জেন্টের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। এতে কিশোর গাংয়ের পাঁচজনের নামে ও অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে। কেডিসি এলাকা থেকে এক কিশোরকে আটক করা হয়েছে।

বরিশালে পুলিশের এক সার্জেন্টের স্ত্রীর ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। হামলায় জড়িত অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু উদ্যানের হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার সার্জেন্ট টুটুলের স্ত্রী সিফাত জাহান মীম বাদী হয়ে ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীনের ছেলেসহ ২৫ জনকে আসামি করে মামলা করেছেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, টুটুলের স্ত্রী বাদী হয়ে নারী নির্যাতনসহ বিভিন্ন ধারায় মামলা করেছেন। হামলার ঘটনায় যুক্তদের মধ্যে একজনকে আটক করা হয়েছে।
হামলার শিকার সিফাত জাহান মীম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বড় বোন, তাদের ছেলে-মেয়ে এবং কয়েকজন বান্ধবী মিলে বঙ্গবন্ধু উদ্যানের হেলিপ্যাডে অবস্থান করে। সেখানে কিছুক্ষণ পর ২০-২৫ কিশোর হেলিপ্যাডে এসে অবস্থান নিয়ে একটি কেক কাটে। একপর্যায়ে এক কিশোর মীমের সঙ্গে থাকা পোষা বিড়ালকে উত্ত্যক্ত করে। সেখান থেকে চলে যেতে চাইলে কিশোরেরা অশ্লীল অঙ্গভঙ্গি করে এবং গালিও দেয়। এর প্রতিবাদ করায় এক কিশোর মীমকে লাথি মেরে রাস্তায় ফেলে দেয়।
মীম আরও বলেন, কিছু সময় পর ১০ নম্বর কাউন্সিলর জায়নাল আবেদীনের ছেলে আশরাফুল দলবল নিয়ে দ্বিতীয়বার হামলার চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে তারা পালিয়ে যায়।
মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফজুলল করিম বলেন, এ ঘটনায় সার্জেন্টের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। এতে কিশোর গাংয়ের পাঁচজনের নামে ও অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে। কেডিসি এলাকা থেকে এক কিশোরকে আটক করা হয়েছে।

যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে