পটুয়াখালী প্রতিনিধি
তরমুজবোঝাই ট্রলারে ডাকাতির চেষ্টাকালে সশস্ত্র জলদস্যুর সঙ্গে ব্যবসায়ী ও চাষিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গণপিটুনিতে এক জলদস্যুর মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে তেঁতুলিয়া নদীর বাউফল অংশে এ ঘটনা ঘটে।
নিহত জলদস্যুর নাম মো. কবির। তিনি ভোলা সদর উপজেলার দক্ষিণ বালিয়া এলাকার বাসিন্দা।
বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ব্যবসায়ী শহিদুলসহ তিনজন বরিশালে চিকিৎসাধীন।
পুলিশি হেফাজতে জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াইটার দিকে গণপিটুনিতে আহত কবিরের মৃত্যু হয়েছে। সন্ধ্যায় তাঁর পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। নিহত কবিরের দলের সদস্যরা পেশাদার ডাকাত বলে জানান তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, গলাচিপা উপজেলা থেকে তরমুজ নিয়ে চাঁদপুর যাচ্ছিলেন ব্যবসায়ী শহিদুল মাতব্বরসহ আটজন। ট্রলারটি তালতলায় পৌঁছালে সশস্ত্র জলদস্যুরা ডাকাতির চেষ্টা করে। প্রতিরোধ গড়ে তুললে তাদের মধ্যে সংঘর্ষ হয়। ধারালো অস্ত্র দিয়ে তরমুজের ট্রলারের প্রায় সবাইকে কুপিয়ে জখম করা হয়। আহত হয় কয়েক জলদস্যুও।
একপর্যায়ে জলদস্যুরা নদীতে ঝাঁপ দেয়। কিন্তু শহিদুলরা জলদস্যু কবিরকে জাপটে ধরে রাখেন। ইতিমধ্যে ট্রলারটি ধুলিয়া লঞ্চঘাটে পৌঁছায়। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন। এ সময় জলদস্যু কবিরকে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। ওই ট্রলারে ১০ হাজার তরমুজ ছিল। অন্য জলদস্যুদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় থানা-পুলিশ।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘জলদস্যুদের হামলায় ব্যবসায়ী শহিদুল মাতব্বর, ফিরোজ মাতব্বর, বারেক মাতব্বর, ফরহাদ হোসেন, হাবু পেশকার, ফয়সাল, মেহেদি ও সেলিম আহত হয়েছেন। তাঁরা চাঁদপুর ও গলাচিপার বাসিন্দা। তরমুজবোঝাই ট্রলারটি আইনি প্রক্রিয়া শেষে দ্রুত ছেড়ে দেওয়া হবে।
তরমুজবোঝাই ট্রলারে ডাকাতির চেষ্টাকালে সশস্ত্র জলদস্যুর সঙ্গে ব্যবসায়ী ও চাষিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গণপিটুনিতে এক জলদস্যুর মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে তেঁতুলিয়া নদীর বাউফল অংশে এ ঘটনা ঘটে।
নিহত জলদস্যুর নাম মো. কবির। তিনি ভোলা সদর উপজেলার দক্ষিণ বালিয়া এলাকার বাসিন্দা।
বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ব্যবসায়ী শহিদুলসহ তিনজন বরিশালে চিকিৎসাধীন।
পুলিশি হেফাজতে জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াইটার দিকে গণপিটুনিতে আহত কবিরের মৃত্যু হয়েছে। সন্ধ্যায় তাঁর পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। নিহত কবিরের দলের সদস্যরা পেশাদার ডাকাত বলে জানান তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, গলাচিপা উপজেলা থেকে তরমুজ নিয়ে চাঁদপুর যাচ্ছিলেন ব্যবসায়ী শহিদুল মাতব্বরসহ আটজন। ট্রলারটি তালতলায় পৌঁছালে সশস্ত্র জলদস্যুরা ডাকাতির চেষ্টা করে। প্রতিরোধ গড়ে তুললে তাদের মধ্যে সংঘর্ষ হয়। ধারালো অস্ত্র দিয়ে তরমুজের ট্রলারের প্রায় সবাইকে কুপিয়ে জখম করা হয়। আহত হয় কয়েক জলদস্যুও।
একপর্যায়ে জলদস্যুরা নদীতে ঝাঁপ দেয়। কিন্তু শহিদুলরা জলদস্যু কবিরকে জাপটে ধরে রাখেন। ইতিমধ্যে ট্রলারটি ধুলিয়া লঞ্চঘাটে পৌঁছায়। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন। এ সময় জলদস্যু কবিরকে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। ওই ট্রলারে ১০ হাজার তরমুজ ছিল। অন্য জলদস্যুদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় থানা-পুলিশ।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘জলদস্যুদের হামলায় ব্যবসায়ী শহিদুল মাতব্বর, ফিরোজ মাতব্বর, বারেক মাতব্বর, ফরহাদ হোসেন, হাবু পেশকার, ফয়সাল, মেহেদি ও সেলিম আহত হয়েছেন। তাঁরা চাঁদপুর ও গলাচিপার বাসিন্দা। তরমুজবোঝাই ট্রলারটি আইনি প্রক্রিয়া শেষে দ্রুত ছেড়ে দেওয়া হবে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
২৩ মিনিট আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
৩১ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
৩৫ মিনিট আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
১ ঘণ্টা আগে