আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলায় এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় ওই নারীর চিৎকারে স্বজনেরা এগিয়ে এলে তিনজনকে কুপিয়ে জখম করেন অভিযুক্ত ব্যক্তি। আহত তিন নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়। গত বৃহস্পতিবার রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শহীদুল ইসলাম নামের ব্যক্তি এক নারীকে উত্ত্যক্ত করে আসছিলেন। কোনো সাড়া না পেয়ে বৃহস্পতিবার রাতে ওই নারীকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে শহীদুল ওই নারীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। তাঁকে রক্ষায় এগিয়ে আসা তাঁর দুই স্বজনকেও কুপিয়ে জখম করেন শহীদুল। পরে আহত তিন নারীকে স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের হাত, মাথা ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘এ বিষয়ে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বরগুনার আমতলী উপজেলায় এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় ওই নারীর চিৎকারে স্বজনেরা এগিয়ে এলে তিনজনকে কুপিয়ে জখম করেন অভিযুক্ত ব্যক্তি। আহত তিন নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়। গত বৃহস্পতিবার রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শহীদুল ইসলাম নামের ব্যক্তি এক নারীকে উত্ত্যক্ত করে আসছিলেন। কোনো সাড়া না পেয়ে বৃহস্পতিবার রাতে ওই নারীকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে শহীদুল ওই নারীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। তাঁকে রক্ষায় এগিয়ে আসা তাঁর দুই স্বজনকেও কুপিয়ে জখম করেন শহীদুল। পরে আহত তিন নারীকে স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের হাত, মাথা ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘এ বিষয়ে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
৩ মিনিট আগেরাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরের পানিতে ডুবে নিরব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা ১টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে যায় নিরব। পরে তার বন্ধুরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক
৪ মিনিট আগেনতুন এমপিওভুক্তির জন্য সম্প্রতি ১৫২টি আবেদন পড়েছে। এগুলো প্রথমে পরিচালক মোহা. আছাদুজ্জামানের কাছে দাখিল হয়। এর মধ্যে ত্রুটিপূর্ণ ৪৭টি ফাইল প্রথমেই বাতিল হয়। এরপর পরিচালক আছাদুজ্জামান ১০৫টি ফাইল সহকারী পরিচালক আলমাস উদ্দিনের কাছে পাঠান। আলমাস উদ্দিন এসব ফাইল দেখে ডিডি আলমগীর কবিরের কাছে পাঠিয়েছেন,
৮ মিনিট আগেমানিকগঞ্জের সিঙ্গাইরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় থানায় অভিযোগ করেন স্বজনেরা। এতে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীর নানাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আজগর আলী (৬০) রায়দক্ষিণ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি এলাকায়
২২ মিনিট আগে