
বরিশালের মুলাদীতে এক রাতে ১০ বাড়ির গভীর নলকূপ চুরি হয়েছে। এতে পার্শ্ববর্তী এলাকা থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে ওই গ্রামের প্রায় শতাধিক পরিবারের। অন্যদিকে প্রচণ্ড গরমে অধিকাংশ পুকুরের পানিও শুকিয়ে গেছে। যেটুকু আছে, তা গরমে ব্যবহার অনুপযোগী থাকছে অধিকাংশ সময়। এতে তীব্র পানিসংকটে পড়েছে পরিবারগুলো।
এ ঘটনায় নিজেদের পুলিশ টহল বাড়ানোর পাশাপাশি জনগণকেও চুরির বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গাছুয়া ইউনিয়নের পূর্ব হোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. শিপন হাওলাদার এবং গ্রাম পুলিশ মুজিবুল হক। গত ছয় মাসে ওই গ্রামের কমপক্ষে ৩০টি গভীর নলকূপ চুরি হয়েছে বলে জানান তাঁরা।
পূর্ব হোসনাবাদ গ্রামের মোসলেম উদ্দীন সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাতে আমার বাড়ির গভীর নলকূপ খুলে নিয়ে গেছে। একই রাতে খলিল ব্যাপারী, মোসলেম উদ্দীন সরদার, জয়নাল আবেদীন, মো. শরিফ হোসেন, জালাল আহম্মেদের বাড়িসহ ১০ বাড়ির গভীর নলকূপ চুরি হয়েছে।’
তিনি বলেন, ‘বৃষ্টি না হওয়ায় এলাকার খাল ও পুকুরগুলো শুকিয়ে গেছে। গভীর নলকূপ চুরি হওয়ায় এলাকায় তীব্র পানিসংকট দেখা দিয়েছে। এক থেকে দেড় কিলোমিটার দূর থেকে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে। এতে এলাকার বৃদ্ধ, নারী ও শিশুরা চরম ভোগান্তিতে আছে।’
গাছুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. শিপন হাওলাদার বলেন, ‘দরিদ্র এলাকায় অধিকাংশ গভীর নলকূপ সরকারি ও দাতা সংস্থার অর্থায়নে বসানো হয়েছে। দুর্বৃত্তরা নলকূপের ওপরের অংশ ভেঙে কিংবা খুলে নিয়ে যায়। একটি নলকূপের ওপরের অংশের দাম চার থেকে পাঁচ হাজার টাকা। দরিদ্র পরিবারগুলোর পক্ষে নতুন করে বসানো সম্ভব হয় না।’
এ ঘটনার বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। সাধারণ মানুষকে চুরি প্রতিরোধে সচেতন হতে এবং এলাকায় গভীর রাতে সন্দেহভাজন চলাচলকারীদের চিহ্নিত করে পুলিশকে জানানে হবে।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে