বরগুনা প্রতিনিধি

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এমন পরিস্থিতিতে বরগুনা জেনারেল হাসপাতালে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। সেখানে জরুরি ভিত্তিতে দুজন চিকিৎসক ও ১০ জন নার্সকে পদায়ন করা হয়েছে।
এদিকে জেলায় ডেঙ্গু আক্রান্ত এক নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে যাত্রাবাড়ী এলাকায় তিনি মারা যান। মারা যাওয়া পাপড়ি বেগম (৬৫) শহরের কলেজ ব্রাঞ্চ এলাকার মো. মোফাজ্জেল হোসেনের স্ত্রী। তিনি ছয় দিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।
বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় নতুন আক্রান্ত ৬৭ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্য বরগুনা জেনারেল হাসপাতালে ৫৮ ও বাকিরা বিভিন্ন উপজেলা হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে জেলায় ডেঙ্গু রোগী ভর্তি আছে ২৬১ জন। চলতি বছর এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬০৮ জন।
জেলার সিভিল সার্জন আবুল ফাত্তাহ বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজন মারা গেছে। তাদের মধ্যে দুজন বরগুনা জেনারেল হাসপাতালে এবং একজন ঢাকায় নেওয়ার পথে যাত্রাবাড়ী এলাকায় মারা যায়। নানামুখী সংকটের মধ্যেও জেলা স্বাস্থ্য প্রশাসন ডেঙ্গু আক্রান্ত রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
চিকিৎসাব্যবস্থা নিয়ে কথা হলে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. রেজোয়ানুর আলম বলেন, ‘একের পর এক ডেঙ্গু রোগী আসছে। চিকিৎসকের সংকট থাকায় আমরা হিমশিম খাচ্ছি। স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক গতকাল দুজন চিকিৎসক এখানে পদায়ন দিয়েছেন। আজ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে জরুরি ভিত্তিতে ১০ জন সিনিয়র স্টাফ নার্সকে পদায়ন করা হয়েছে। তাঁদের ১৪ জুন বরগুনায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।’

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এমন পরিস্থিতিতে বরগুনা জেনারেল হাসপাতালে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। সেখানে জরুরি ভিত্তিতে দুজন চিকিৎসক ও ১০ জন নার্সকে পদায়ন করা হয়েছে।
এদিকে জেলায় ডেঙ্গু আক্রান্ত এক নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে যাত্রাবাড়ী এলাকায় তিনি মারা যান। মারা যাওয়া পাপড়ি বেগম (৬৫) শহরের কলেজ ব্রাঞ্চ এলাকার মো. মোফাজ্জেল হোসেনের স্ত্রী। তিনি ছয় দিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।
বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় নতুন আক্রান্ত ৬৭ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্য বরগুনা জেনারেল হাসপাতালে ৫৮ ও বাকিরা বিভিন্ন উপজেলা হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে জেলায় ডেঙ্গু রোগী ভর্তি আছে ২৬১ জন। চলতি বছর এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬০৮ জন।
জেলার সিভিল সার্জন আবুল ফাত্তাহ বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজন মারা গেছে। তাদের মধ্যে দুজন বরগুনা জেনারেল হাসপাতালে এবং একজন ঢাকায় নেওয়ার পথে যাত্রাবাড়ী এলাকায় মারা যায়। নানামুখী সংকটের মধ্যেও জেলা স্বাস্থ্য প্রশাসন ডেঙ্গু আক্রান্ত রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
চিকিৎসাব্যবস্থা নিয়ে কথা হলে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. রেজোয়ানুর আলম বলেন, ‘একের পর এক ডেঙ্গু রোগী আসছে। চিকিৎসকের সংকট থাকায় আমরা হিমশিম খাচ্ছি। স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক গতকাল দুজন চিকিৎসক এখানে পদায়ন দিয়েছেন। আজ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে জরুরি ভিত্তিতে ১০ জন সিনিয়র স্টাফ নার্সকে পদায়ন করা হয়েছে। তাঁদের ১৪ জুন বরগুনায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।’

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
৩১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
৩৫ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
১ ঘণ্টা আগে