বরগুনা প্রতিনিধি
বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এমন পরিস্থিতিতে বরগুনা জেনারেল হাসপাতালে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। সেখানে জরুরি ভিত্তিতে দুজন চিকিৎসক ও ১০ জন নার্সকে পদায়ন করা হয়েছে।
এদিকে জেলায় ডেঙ্গু আক্রান্ত এক নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে যাত্রাবাড়ী এলাকায় তিনি মারা যান। মারা যাওয়া পাপড়ি বেগম (৬৫) শহরের কলেজ ব্রাঞ্চ এলাকার মো. মোফাজ্জেল হোসেনের স্ত্রী। তিনি ছয় দিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।
বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় নতুন আক্রান্ত ৬৭ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্য বরগুনা জেনারেল হাসপাতালে ৫৮ ও বাকিরা বিভিন্ন উপজেলা হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে জেলায় ডেঙ্গু রোগী ভর্তি আছে ২৬১ জন। চলতি বছর এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬০৮ জন।
জেলার সিভিল সার্জন আবুল ফাত্তাহ বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজন মারা গেছে। তাদের মধ্যে দুজন বরগুনা জেনারেল হাসপাতালে এবং একজন ঢাকায় নেওয়ার পথে যাত্রাবাড়ী এলাকায় মারা যায়। নানামুখী সংকটের মধ্যেও জেলা স্বাস্থ্য প্রশাসন ডেঙ্গু আক্রান্ত রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
চিকিৎসাব্যবস্থা নিয়ে কথা হলে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. রেজোয়ানুর আলম বলেন, ‘একের পর এক ডেঙ্গু রোগী আসছে। চিকিৎসকের সংকট থাকায় আমরা হিমশিম খাচ্ছি। স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক গতকাল দুজন চিকিৎসক এখানে পদায়ন দিয়েছেন। আজ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে জরুরি ভিত্তিতে ১০ জন সিনিয়র স্টাফ নার্সকে পদায়ন করা হয়েছে। তাঁদের ১৪ জুন বরগুনায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।’
বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এমন পরিস্থিতিতে বরগুনা জেনারেল হাসপাতালে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। সেখানে জরুরি ভিত্তিতে দুজন চিকিৎসক ও ১০ জন নার্সকে পদায়ন করা হয়েছে।
এদিকে জেলায় ডেঙ্গু আক্রান্ত এক নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে যাত্রাবাড়ী এলাকায় তিনি মারা যান। মারা যাওয়া পাপড়ি বেগম (৬৫) শহরের কলেজ ব্রাঞ্চ এলাকার মো. মোফাজ্জেল হোসেনের স্ত্রী। তিনি ছয় দিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।
বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় নতুন আক্রান্ত ৬৭ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্য বরগুনা জেনারেল হাসপাতালে ৫৮ ও বাকিরা বিভিন্ন উপজেলা হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে জেলায় ডেঙ্গু রোগী ভর্তি আছে ২৬১ জন। চলতি বছর এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬০৮ জন।
জেলার সিভিল সার্জন আবুল ফাত্তাহ বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজন মারা গেছে। তাদের মধ্যে দুজন বরগুনা জেনারেল হাসপাতালে এবং একজন ঢাকায় নেওয়ার পথে যাত্রাবাড়ী এলাকায় মারা যায়। নানামুখী সংকটের মধ্যেও জেলা স্বাস্থ্য প্রশাসন ডেঙ্গু আক্রান্ত রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
চিকিৎসাব্যবস্থা নিয়ে কথা হলে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. রেজোয়ানুর আলম বলেন, ‘একের পর এক ডেঙ্গু রোগী আসছে। চিকিৎসকের সংকট থাকায় আমরা হিমশিম খাচ্ছি। স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক গতকাল দুজন চিকিৎসক এখানে পদায়ন দিয়েছেন। আজ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে জরুরি ভিত্তিতে ১০ জন সিনিয়র স্টাফ নার্সকে পদায়ন করা হয়েছে। তাঁদের ১৪ জুন বরগুনায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।’
বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মো. শাকিল হাওলাদার (৩৫)। আজ রোববার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
১৩ মিনিট আগেমাদক সেবনের সময় বাগ্বিতণ্ডার জেরে সাভারে ১২ বছরের এক কিশোরকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রাব্বানী মোল্লা নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানিয়েছেন, মাদক সেবনের সময় ভাগ-বাঁটোয়ারা নিয়ে ওই কিশোরকে হত্যা করা হয়।
২৫ মিনিট আগে‘শহীদ সাংবাদিক তুরাব একজন সাহসী, মেধাবী ও পেশাদার সাংবাদিক ছিলেন। তিনি টার্গেট কিলিংয়ের শিকার। তাই শুধু শহীদ তুরাব নয়, জুলাই আন্দোলনে যাঁরাই টার্গেট কিলিংয়ের শিকার হয়ে শহীদ হয়েছেন, সবার বিচারিক প্রক্রিয়ার দ্রুত বিচার নিশ্চিত করা হবে।’ রোববার সিলেটের বিয়ানীবাজার পৌর মিলনায়তনে শহীদ সাংবাদিক আবু তাহের
২৯ মিনিট আগেভোলার বোরহানউদ্দিনে দাবি করা ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে আলী আকবর ওরফে কাঞ্চন মিয়াজী নামের এক বৃদ্ধকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে বিএনপির কর্মী সুফিয়ানের বিরুদ্ধে। রোববার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে বোরহানউদ্দিন উপজেলার পৌর ৪ নম্বর ওয়ার্ডে পঞ্চায়েত বাড়ির দরজার চৌরাস্তা নামক স্থানে সেলিমের চায়ের
৩১ মিনিট আগে