ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে থেমে থাকা একটি লরির পেছনে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে সুমন দেবনাথ (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন অপর আরোহী সুবল চৌহান (৪২)। গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের আনজার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নুরুল আমিন।
নিহত সুমন দেবনাথ ঝালকাঠি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত জিতেন্দ্রনাথ দেবনাথের ছেলে। তিনি ঝালকাঠির পূর্ব চাঁদকাঠির তনু মোটরসের ম্যানেজার ছিলেন। গুরুতর আহত অপর আরোহী বরিশালের কাউনিয়ার বাসিন্দা অশক চৌহালের ছেলে এবং একই প্রতিষ্ঠানে মোটর মেকানিক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নলছিটির আনজার ফিলিং স্টেশনের সামনে বৈদ্যুতিক পিলার বোঝাই দুটি লরি থামানো ছিল। বরিশাল থেকে ঝালকাঠিগামী একটি মোটরসাইকেল এসে লরিটির পেছনে জোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়েন। প্রচুর রক্তক্ষরণ হতে থাকে তাঁদের। ঝালকাঠি থেকে বরিশালগামী একটি সিএনজি অটোরিকশারচালক দেখতে পেয়ে দুজনকে তুলে বরিশালের উদ্দেশে নিয়ে যান।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নুরুল আমিন বলেন, শেবাচিমে পৌঁছানোর আগেই একজনের মৃত্যু হয়েছে। মরদেহটি ডোমঘরে রাখা হয়েছে। অপরজন এখানে চিকিৎসাধীন রয়েছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অপর এক আরোহী গুরুতর আহত হওয়ার খবর শুনেছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।

ঝালকাঠির নলছিটিতে থেমে থাকা একটি লরির পেছনে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে সুমন দেবনাথ (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন অপর আরোহী সুবল চৌহান (৪২)। গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের আনজার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নুরুল আমিন।
নিহত সুমন দেবনাথ ঝালকাঠি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত জিতেন্দ্রনাথ দেবনাথের ছেলে। তিনি ঝালকাঠির পূর্ব চাঁদকাঠির তনু মোটরসের ম্যানেজার ছিলেন। গুরুতর আহত অপর আরোহী বরিশালের কাউনিয়ার বাসিন্দা অশক চৌহালের ছেলে এবং একই প্রতিষ্ঠানে মোটর মেকানিক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নলছিটির আনজার ফিলিং স্টেশনের সামনে বৈদ্যুতিক পিলার বোঝাই দুটি লরি থামানো ছিল। বরিশাল থেকে ঝালকাঠিগামী একটি মোটরসাইকেল এসে লরিটির পেছনে জোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়েন। প্রচুর রক্তক্ষরণ হতে থাকে তাঁদের। ঝালকাঠি থেকে বরিশালগামী একটি সিএনজি অটোরিকশারচালক দেখতে পেয়ে দুজনকে তুলে বরিশালের উদ্দেশে নিয়ে যান।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নুরুল আমিন বলেন, শেবাচিমে পৌঁছানোর আগেই একজনের মৃত্যু হয়েছে। মরদেহটি ডোমঘরে রাখা হয়েছে। অপরজন এখানে চিকিৎসাধীন রয়েছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অপর এক আরোহী গুরুতর আহত হওয়ার খবর শুনেছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।

ফরিদপুরে উদ্ধার করা বোমাটি আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বলে শনাক্ত করা হয়েছে। শক্তিশালী বোমাটি দূরযন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত ছিল। আজ সোমবার সকালে শহরের গোয়ালচামট প্রতিমা বিসর্জন ঘাটে বোমাটি নিষ্ক্রিয় করেন পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের বম্ব ডিসপোজালের সদস্যরা।
১ ঘণ্টা আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর নেতা ড. ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
২ ঘণ্টা আগে
রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র রুদ্র এই তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে