নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের রূপাতলী এলাকায় সোনারগাঁও টেক্সটাইল মিলের দুই শ্রমিককে মারধর ও চাকরিচ্যুত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ২ ঘণ্টা ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন গাড়ির শত শত যাত্রী।
শ্রমিকেরা বলেন, গতকাল সোমবার সকালে নুরুজ্জামানের সঙ্গে অপর এক শ্রমিকের মধ্যে প্রথমে ঝগড়া ও পরে মারামারি হয়। এই খবর জানতে পেরে সোনারগাঁও টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক শামীম সরকার ওই দুই শ্রমিককে ডেকে নির্যাতন করেন এবং চাকরিচ্যুত করার ঘোষণা দেন।
বিষয়টি শ্রমিকদের মধ্যে জানাজানি হলে নির্যাতনের প্রতিবাদে সোনারগাঁও টেক্সটাইল মিলের শ্রমিকেরা আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে কাজ বন্ধ রেখে মিলের প্রধান ফটকের সামনে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। এ সময় ব্যস্ততম এই মহাসড়কের দুই পাশে অসংখ্য যাত্রীবাহী বাস ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে।
সোনারগাঁও টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক শামীম সরকার আজকের পত্রিকাকে বলেন, দুই শ্রমিক মারামারি করার পর তাঁদের দুইজনকে ডেকে পাওনা বুঝিয়ে দিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি আরও বলেন, শ্রমিকেরা কথায় কথায় কাজ বন্ধ করে নানা অভিযোগ তুলে সড়ক অবরোধসহ বিভিন্ন আন্দোলন শুরু করে।
খবর পেয়ে বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁইয়া ঘটনাস্থলে যান এবং মিল মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে শ্রমিকদের দাবি-দাওয়া পূরণের আশ্বাস দিয়ে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন। পরে শ্রমিকেরা সড়ক থেকে সরে গিয়ে কাজে যোগ দেন।

বরিশালের রূপাতলী এলাকায় সোনারগাঁও টেক্সটাইল মিলের দুই শ্রমিককে মারধর ও চাকরিচ্যুত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ২ ঘণ্টা ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন গাড়ির শত শত যাত্রী।
শ্রমিকেরা বলেন, গতকাল সোমবার সকালে নুরুজ্জামানের সঙ্গে অপর এক শ্রমিকের মধ্যে প্রথমে ঝগড়া ও পরে মারামারি হয়। এই খবর জানতে পেরে সোনারগাঁও টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক শামীম সরকার ওই দুই শ্রমিককে ডেকে নির্যাতন করেন এবং চাকরিচ্যুত করার ঘোষণা দেন।
বিষয়টি শ্রমিকদের মধ্যে জানাজানি হলে নির্যাতনের প্রতিবাদে সোনারগাঁও টেক্সটাইল মিলের শ্রমিকেরা আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে কাজ বন্ধ রেখে মিলের প্রধান ফটকের সামনে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। এ সময় ব্যস্ততম এই মহাসড়কের দুই পাশে অসংখ্য যাত্রীবাহী বাস ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে।
সোনারগাঁও টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক শামীম সরকার আজকের পত্রিকাকে বলেন, দুই শ্রমিক মারামারি করার পর তাঁদের দুইজনকে ডেকে পাওনা বুঝিয়ে দিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি আরও বলেন, শ্রমিকেরা কথায় কথায় কাজ বন্ধ করে নানা অভিযোগ তুলে সড়ক অবরোধসহ বিভিন্ন আন্দোলন শুরু করে।
খবর পেয়ে বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁইয়া ঘটনাস্থলে যান এবং মিল মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে শ্রমিকদের দাবি-দাওয়া পূরণের আশ্বাস দিয়ে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন। পরে শ্রমিকেরা সড়ক থেকে সরে গিয়ে কাজে যোগ দেন।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৫ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৬ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৬ ঘণ্টা আগে