
২০২০ সালে মোস্তাফিজুর রহমানের বাবা মারা যান। গত বছর এইচ এস সি পরীক্ষা চলাকালীন মারা যান তাঁর মা। কলেজের শিক্ষক ও আত্মীয়দের জোরাজুরিতে মায়ের মরদেহ বাড়িতে রেখে এইচ এস সি পরীক্ষায় অংশ নিয়েছিলেন পিরোজপুর ভান্ডারিয়ার মোস্তাফিজ। আজ রোববার এইচ. এস. সি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। জিপিএ ৫ পেয়েছেন মোস্তাফিজ। এমন আনন্দ সংবাদ জানানোর জন্য মা-বাবা বেঁচে নেই ভেবে কান্নায় ভেঙে পরেন তিনি।
মোস্তাফিজ উপজেলার আমান উল্লাহ মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এইচ এস সি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
ফলাফল পাওয়ার পর কান্নাজড়িত কণ্ঠে মোস্তাফিজ বলেন, ‘আমার এ সাফল্য বাবা-মা দেখে যেতে পারলেন না।’
শিক্ষার্থী মোস্তাফিজের বাবার নাম বিপ্লব আকন্দ। তিনি ছিলেন স্থানীয় ব্যবসায়ী। তাঁর মায়ের নাম লায়লা জেসমিন মুন্নী। তিনি মাটিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা ছিলেন।
বিপ্লব-মুন্নী দম্পতির দুই ছেলের মধ্যে মোস্তাফিজ বড়। ছোট ছেলে মুইন স্থানীয় বিহারীলাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে।
আমান উল্লাহ কলেজের অধ্যক্ষ মো. কাওসার উদ্দিন বলেন, ‘ছেলেটি অত্যন্ত মেধাবী। পরীক্ষা চলাকালীন ওর মা মারা যায়। সেদিন আমরা গিয়ে মায়ের মৃতদেহ বাড়িতে রেখে পরীক্ষা শেষ হওয়ার পরে ওর উপস্থিতিতে জানাজা সম্পন্ন করি। আফসোস এ সাফল্য দেখে যেতে পারেনি ওর বাবা-মা। ২০২০ সালে অল্প বয়সে ওর বাবা মারা যায়। ২০২১ সালের ডিসেম্বরে মারা যায় মা।’

কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেছেন, ‘আমাদের নীরবে কাজ করতে হয়। আমরা বিশ্বাস করি, কারাগার হবে একজন বিপথগামীর জন্য সংশোধনাগার। এ দায়িত্ব পালনে কারারক্ষীরা সদা সচেষ্ট থাকবেন এবং নিজেদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে তা যথাযথভাবে পালনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন।
৭ মিনিট আগে
নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী মো. ফজলুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওছার।
৯ মিনিট আগে
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশ-শ্রমিকদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের সাউন্ড গ্রেনেড-লাঠিপেটায় নারীসহ বেশ কিছু শ্রমিক আহত হয়েছেন।
২৪ মিনিট আগে
শেরপুরের নকলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে এক সহকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম দে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
৪১ মিনিট আগে