
বরিশালের মুলাদীর সীমান্ত এলাকায় বিস্ফোরণে আতঙ্ক তৈরি হয়েছে জনমনে। স্থানীয়রা বলছেন ককটেল বিস্ফোরণ হয়েছে, তবে পুলিশের দাবি একটি মহল পটকা ফুটিয়ে শব্দ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে চাইছে।
গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার বাটামারা ইউনিয়নের চিঠিরচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গত ৩ জানুয়ারি বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামের আওয়ামী লীগ নেতা মো. রুবেল শাহ হত্যার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে ককটেল বিস্ফোরণে সাধারণ মানুষের মাঝে নতুন আতঙ্ক সৃষ্টি হয়েছে।
চিঠিরচর বাজার এলাকার বাসিন্দা আব্দুল আলীম বলেন, ‘শুক্রবার রাত ১১টার দিকে বাজারের পাশে পর পর ৫-৬টি ককটেলের বিস্ফোরণ ঘটে। একই সময় কয়েকজন মানুষের সমস্বরের চিৎকার শোনা গেছে। বিস্ফোরণ এবং মানুষের চিৎকারে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। ওই সময়ে ভয়ে কেউ ঘর থেকে বের হয়নি।’
বাটামারার অস্থায়ী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান বলেন, নির্বাচনকে সামনে রেখে একটি গ্রুপ এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে পটকা ফুটিয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে