Ajker Patrika

বরিশালে নতুন জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ০৯
বরিশালে নতুন জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ 

বরিশালের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ দেলোয়ার হোসেন দায়িত্ব গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই এ তথ্য জানিয়েছেন।

মনদীপ ঘরাই জানান, সকালে বরিশালের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ দেলোয়ার হোসেন সদ্য সাবেক জেলা প্রশাসক শহিদুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন। তিনি রাষ্ট্রের এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বরিশালের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...