
বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের প্রসূতি ওয়ার্ড থেকে চুরি হওয়া দুই দিন বয়সী নবজাতককে উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চুরি হওয়ার দুই ঘণ্টার মধ্যে আমানতগঞ্জ এলাকা থেকে শিশুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে শাহীনুর বেগম (৩২) নামের এক নারীকে। তিনি বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের আনিচুর রহমানের স্ত্রী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহীনুর বেগম জানিয়েছেন, ২৫ হাজার টাকায় বিক্রির জন্য তিনি নবজাতককে হাসপাতাল থেকে চুরি করেছিলেন। স্থানীয়দের হাতে আটকের পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ বিকেলে নবজাতককে তার মা-বাবার কাছে হস্তান্তর করেছেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ বলছে, নবজাতক ইমাম হোসেন মাহাদি নগরের কাউনিয়া বিসিক এলাকার বাসিন্দা সবজি বিক্রেতা হেলাল ব্যাপারী-কাকলী বেগম দম্পতির প্রথম সন্তান। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে শেবাচিম হাসপাতালে সিজার অপারেশনে মাহাদির জন্ম হয়। আজ বেলা সাড়ে ১১টার দিকে প্রসূতি ওয়ার্ডে অসুস্থ মায়ের পাশে থাকা শিশুটি চুরি হয়ে যায়। মা কাকলী বেগমের ননদ রুনু বেগম তখন ওয়ার্ডের বাইরে গিয়েছিলেন। ফিরে এসে মায়ের পাশে নবজাতককে না থেকে খোঁজাখুজি শুরু করেন।
নবজাতক উদ্ধারকারী কলেজছাত্র মো. আলী হোসেন আজকের পত্রিকাকে বলেন, বেলা ১টার দিকে আমানতগঞ্জ পার্কে শিশুটিকে নিয়ে এক নারীর আচরণ রহস্যজনক মনে হচ্ছিল। তখন তিনিসহ কয়েকজন নারীর কাছে গিয়ে শিশুটির পরিচয় জানতে চান। এ সময় ওই নারী অসংলগ্ন কথাবর্তা বলে। একপর্যায়ে উপস্থিত লোকজনের জিজ্ঞাসাদের মুখে তিনি শিশুটি শেবাচিম হাসপাতাল থেকে চুরির কথা স্বীকার করেন। পরে আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে নারীকে আটক করেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উল করীম আজকের পত্রিকাকে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বিকেলে নবজাতককে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়। আটক নারী শাহীনুরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেছেন, ‘আমাদের নীরবে কাজ করতে হয়। আমরা বিশ্বাস করি, কারাগার হবে একজন বিপথগামীর জন্য সংশোধনাগার। এ দায়িত্ব পালনে কারারক্ষীরা সদা সচেষ্ট থাকবেন এবং নিজেদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে তা যথাযথভাবে পালনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন।
৬ মিনিট আগে
নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী মো. ফজলুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওছার।
৮ মিনিট আগে
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশ-শ্রমিকদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের সাউন্ড গ্রেনেড-লাঠিপেটায় নারীসহ বেশ কিছু শ্রমিক আহত হয়েছেন।
২৪ মিনিট আগে
শেরপুরের নকলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে এক সহকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম দে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
৪০ মিনিট আগে