বরগুনা প্রতিনিধি

কয়েক ঘণ্টা আগেও এখানে বসতি ছিল, আসবাবপত্রে সাজানো ছিল সংসার। কিন্তু এখন সবই পুড়ে কয়লা। নতুন ঘর তোলার জন্য আলমারিতে রাখা ৮ লাখ টাকাও পুড়ে গেছে সর্বনাশা আগুনে। পুড়ে যাওয়া টাকার বাকি অংশগুলো রাখা একটি গামলা সামনে নিয়ে কয়েকজন বসে আছেন। চেহারাই বলে দিচ্ছে, পুড়ে যাওয়া এই বাড়ির মালিক তাঁরা।
গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের নলী বাজারসংলগ্ন কর্মকারপাড়ায় আগুনে পুড়েছে পাঁচটি ঘর। এই ঘরগুলো বাজারেরই ক্ষুদ্র ব্যবসায়ী শ্যামল, সমীর, স্বপন ও কমল কর্মকারের। এর মধ্যে শ্যামল পেশায় কামার, সমীর স্বর্ণকার, স্বপন দরজি ও কমল কামারের কাজ করেন।
সমীর কর্মকার বলেন, তাঁর বাসার বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ সময় ঘরের লোকজন পাশে উজ্জ্বলের বাসায় গিয়েছিল। আগুন দেখে তড়িঘড়ি করে ছুটে আসে। তবে ঘরের কোনো কিছুই আগুনের হাত থেকে বাঁচানোর সুযোগ ছিল না। একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নেভাতে চেষ্টা করেন।
ঘণ্টাখানেক পর বরগুনা থেকে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে পাঁচটি ঘর একেবারে পুড়ে গেছে। স্বপন কর্মকার বলেন, ‘আমার ও পরিবারের অন্যদের পরনের কাপড় ছাড়া কিছুই নেই।’
সমীর বাজারের স্বর্ণ কারিগর। তিনি বলেন, ‘ঘরে প্রায় আট ভরি সোনা ও ৬০ হাজারের মতো টাকা ছিল। সব পুড়ে গেছে। এ ছাড়া কমলের ঘরের দরজি কাপড়, সেলাই মেশিনও পুড়েছে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সুমন মল্লিক বলেন, পরিবারগুলোর নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র মিলিয়ে পাঁচটি ঘরের প্রায় এক কোটি টাকার সম্পদ আগুনে পুড়েছে। তাঁদের দ্রুত মানবিক সহায়তা প্রয়োজন।
ফায়ার সার্ভিস বরগুনার উপসহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত সেখানে পৌঁছানোর চেষ্টা করেছি। কিন্তু রাস্তা খারাপ থাকায় পৌঁছাতে সময় লেগেছে। আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। প্রাথমিকভাবে ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।’
বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনায় সরকারি সহায়তা দেওয়া হবে।

কয়েক ঘণ্টা আগেও এখানে বসতি ছিল, আসবাবপত্রে সাজানো ছিল সংসার। কিন্তু এখন সবই পুড়ে কয়লা। নতুন ঘর তোলার জন্য আলমারিতে রাখা ৮ লাখ টাকাও পুড়ে গেছে সর্বনাশা আগুনে। পুড়ে যাওয়া টাকার বাকি অংশগুলো রাখা একটি গামলা সামনে নিয়ে কয়েকজন বসে আছেন। চেহারাই বলে দিচ্ছে, পুড়ে যাওয়া এই বাড়ির মালিক তাঁরা।
গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের নলী বাজারসংলগ্ন কর্মকারপাড়ায় আগুনে পুড়েছে পাঁচটি ঘর। এই ঘরগুলো বাজারেরই ক্ষুদ্র ব্যবসায়ী শ্যামল, সমীর, স্বপন ও কমল কর্মকারের। এর মধ্যে শ্যামল পেশায় কামার, সমীর স্বর্ণকার, স্বপন দরজি ও কমল কামারের কাজ করেন।
সমীর কর্মকার বলেন, তাঁর বাসার বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ সময় ঘরের লোকজন পাশে উজ্জ্বলের বাসায় গিয়েছিল। আগুন দেখে তড়িঘড়ি করে ছুটে আসে। তবে ঘরের কোনো কিছুই আগুনের হাত থেকে বাঁচানোর সুযোগ ছিল না। একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নেভাতে চেষ্টা করেন।
ঘণ্টাখানেক পর বরগুনা থেকে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে পাঁচটি ঘর একেবারে পুড়ে গেছে। স্বপন কর্মকার বলেন, ‘আমার ও পরিবারের অন্যদের পরনের কাপড় ছাড়া কিছুই নেই।’
সমীর বাজারের স্বর্ণ কারিগর। তিনি বলেন, ‘ঘরে প্রায় আট ভরি সোনা ও ৬০ হাজারের মতো টাকা ছিল। সব পুড়ে গেছে। এ ছাড়া কমলের ঘরের দরজি কাপড়, সেলাই মেশিনও পুড়েছে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সুমন মল্লিক বলেন, পরিবারগুলোর নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র মিলিয়ে পাঁচটি ঘরের প্রায় এক কোটি টাকার সম্পদ আগুনে পুড়েছে। তাঁদের দ্রুত মানবিক সহায়তা প্রয়োজন।
ফায়ার সার্ভিস বরগুনার উপসহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত সেখানে পৌঁছানোর চেষ্টা করেছি। কিন্তু রাস্তা খারাপ থাকায় পৌঁছাতে সময় লেগেছে। আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। প্রাথমিকভাবে ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।’
বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনায় সরকারি সহায়তা দেওয়া হবে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
৬ মিনিট আগে
ইসির (নির্বাচন কমিশন) ভেতরে যে ভূত লুকিয়ে আছে, এটা কিন্তু আমরাও জানতাম না, সারা জাতিও জানত না, আমরা অবিলম্বে ওই ষড়যন্ত্রকারীদের অপসারণ চাই—এ দাবি করেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
২ ঘণ্টা আগে