মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়ের করা ছিনতাই মামলায় ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার অভিযুক্ত ওই শিক্ষক নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের বিচারক স্বপন কুমার দাস এ নির্দেশ দেন। মামলার পর থেকে অভিযুক্ত জামিনে ছিলেন।
গত ২৫ জানুয়ারি উপজেলার ভয়াং শরাফতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বাদী হয়ে সহকারী শিক্ষক আসলামের (বিএসসি) বিরুদ্ধে মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আদালতে মামলাটি দায়ের করেন।
এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. শাহিন জামান।
মামলার বিবরণী থেকে জানা যায়, ভয়াং শরাফতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসলাম বিএসসি সহকারী প্রধান শিক্ষক পদে একটি ভুয়া নিয়োগপত্র নিয়ে আসেন। এ নিয়ে প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়। গত ৯ জানুয়ারি সহকারী শিক্ষক আসলাম বিএসসি বিদ্যালয়ের সব শিক্ষকের হাজিরা খাতা অফিসকক্ষ থেকে ছিনতাই করে নিয়ে যান। এবং প্রধান শিক্ষকের অফিসকক্ষে ঢুকে তাঁকে লাঞ্ছিত করে টাকা-পয়সা নিয়ে যান। পরে প্রধান শিক্ষক নজরুল ইসলাম বাদী হয়ে আসলাম বিএসসির বিরুদ্ধে মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আদালতে এ মামলাটি করেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আসলাম বিএসসির বিরুদ্ধে ছিনতাইসহ নানা অভিযোগ রয়েছে। অফিসকক্ষে তিনি আমাকে লাঞ্ছিত করেন, যা বিদ্যালয়ের সকল শিক্ষক অবগত রয়েছেন। বর্তমানে তাঁর সরকারি অংশের অনুদানের টাকা (মান্থলি পেমেন্ট) বন্ধ রয়েছে।’

পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়ের করা ছিনতাই মামলায় ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার অভিযুক্ত ওই শিক্ষক নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের বিচারক স্বপন কুমার দাস এ নির্দেশ দেন। মামলার পর থেকে অভিযুক্ত জামিনে ছিলেন।
গত ২৫ জানুয়ারি উপজেলার ভয়াং শরাফতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বাদী হয়ে সহকারী শিক্ষক আসলামের (বিএসসি) বিরুদ্ধে মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আদালতে মামলাটি দায়ের করেন।
এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. শাহিন জামান।
মামলার বিবরণী থেকে জানা যায়, ভয়াং শরাফতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসলাম বিএসসি সহকারী প্রধান শিক্ষক পদে একটি ভুয়া নিয়োগপত্র নিয়ে আসেন। এ নিয়ে প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়। গত ৯ জানুয়ারি সহকারী শিক্ষক আসলাম বিএসসি বিদ্যালয়ের সব শিক্ষকের হাজিরা খাতা অফিসকক্ষ থেকে ছিনতাই করে নিয়ে যান। এবং প্রধান শিক্ষকের অফিসকক্ষে ঢুকে তাঁকে লাঞ্ছিত করে টাকা-পয়সা নিয়ে যান। পরে প্রধান শিক্ষক নজরুল ইসলাম বাদী হয়ে আসলাম বিএসসির বিরুদ্ধে মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আদালতে এ মামলাটি করেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আসলাম বিএসসির বিরুদ্ধে ছিনতাইসহ নানা অভিযোগ রয়েছে। অফিসকক্ষে তিনি আমাকে লাঞ্ছিত করেন, যা বিদ্যালয়ের সকল শিক্ষক অবগত রয়েছেন। বর্তমানে তাঁর সরকারি অংশের অনুদানের টাকা (মান্থলি পেমেন্ট) বন্ধ রয়েছে।’

ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার নির্দেশদাতা ইয়াছিন আরাফাতকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
২৫ মিনিট আগে
শীতে মৌলভীবাজারে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। শ্রীমঙ্গলে আজ তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার এই জেলায় বেশি শীত পড়েছে। দিন কিংবা রাতে ঘন কুয়াশায় ঢাকা থাকে এই অঞ্চল। কিছুদিন ধরে বেশির ভাগ সময় কুয়াশার আড়ালে সূর্যের দেখা মেলে না।
১ ঘণ্টা আগে
ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলাঘেঁষা ভারতের ত্রিপুরা রাজ্য। সীমান্তবর্তী গ্রামগুলোয় দীর্ঘদিন ধরে অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির সিম কার্ড। শুধু সীমান্তে নয়, এমন সিমের ব্যবহারের প্রমাণ মিলেছে খোদ ফেনী শহরেও; যা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে...
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি নির্বাচনের খরচের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের থেকে তিন দিনে ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা পেয়েছেন।
২ ঘণ্টা আগে