বরগুনা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এফবি শাহনাজ নামের একটি ট্রলারে সি হার্ট-৬ নামের একটি ফিসিং ভ্যাসেল (মাছধরা ট্রলিং) হামলা চালিয়েছে। এতে পাঁচ জেলে আহত হয়েছেন। গতকাল রোববার রাত আটটার দিকে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে মাঝি মো. মনির হোসেন ট্রলার মালিক সমিতিতে এমন অভিযোগ জানিয়েছেন।
ট্রলারের মাঝি মনির হোসেন জানান, গত শনিবার রাতে বঙ্গোপসাগরের গভীরে তাঁরা ফিশিং ভ্যাসেলের জেলেদের হামলার শিকার হন। হামলায় পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বড় টেংড়া গ্রামের ছালাম বয়াতীর ছেলে কবির বয়াতী (৪০), তাঁর ভাই মনির হোসেন বয়াতী (৩০), ওই গ্রামের খালিল মোল্লার ছেলে সুমন (২৫), পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছোট পাথরঘাটা এলাকার মনিরের ছেলে শাহিন (২২) ও কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবেদ আলী ছেলে শানু (৪৮) আহত হন।
মনির জানান, তাঁরা গত ২৯ সেপ্টেম্বর পাথরঘাটা মৎস্যঘাট থেকে ১৭ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকার করতে যান। শনিবার সন্ধ্যার পর মাছ শিকারের জন্য জাল ফেলে অপেক্ষা করেন জেলেরা। রাত আটটার দিকে সি হার্ট-৬ নামের একটি ট্রলি পূর্ব দিক থেকে এসে টর্চ লাইটের সংকেতে মাছধরা ট্রলারটিকে সামনে থেকে সরে যেতে বলে। এর কিছুক্ষণ পরেই তারা ট্রলারের প্রায় ৩০ পিচ জাল কেটে নিয়ে যায়। জাল কাটার বিষয়টি জানতে ট্রলারের মাঝি মনির হোসেন ট্রলার নিয়ে ভ্যাসেলের কাছাকাছি যান। এ সময় ভ্যাসেল থেকে ট্রলারের জেলেদের ওপর লোহার পাইপ ও বড় বড় পাথর দিয়ে হামলা চালানো হয়। ট্রলারের জেলেরা আত্মরক্ষার জন্য ব্রিজের মধ্যে ঢুকে পরেন। ভ্যাসেল থেকে নিক্ষেপ করা পাথর ও লোহার পাইপের আঘাতে ট্রলারের পাঁচ জেলে আহত হয়।
জানা গেছে, হামলার শিকার এফবি শাহনাজ ট্রলারের মালিক বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বগা গ্রামের জালাল ভাওয়ালী। অপরদিকে ফিশিং ভ্যাসেল সি-হার্টের মালিক চট্টগ্রামের আবদুল কাদের নামের এক ব্যক্তি।
ট্রলার মালিক জালাল ভাওয়ালী বলেন, 'এ বছর সাগরের সকল ট্রিপ গুলোতেই লস হয়েছে। এমনিতেই দুরবস্থার মধ্যে আছি। এর মধ্যে যদি এ রকম জলদস্যুরমতো হামলা করা হয় তাহলে পথে বসা ছাড়া উপায় নেই। আমি এর বিচার চাই।'
ফিশিং ভ্যাসেলের (ট্রলি) মালিক চট্টগ্রামের আব্দুল কাদের বলেন, 'জেলেদের ওপর হামলার ঘটনা আমার জানা নেই। আপনাদের কাছেই জেনেছি। আমার জাহাজের মাস্টারের কাছে খোঁজ নিয়ে দেখছি।'
এ বিষয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘ফিসিং ভ্যাসল এর আগেও একাধিকবার একই ঘটনা ঘটিয়েছে। আমরা বুঝি না কেনো আমাদের ট্রলারগুলোর ওপর বারবার হামলা চালানো হয়। বিষয়টি নিয়ে ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে আমরা জাহাজের মালিকের সঙ্গে কথা বলেছি। আশা করছি সুষ্ঠু সমাধান পাবো।'

বরগুনার পাথরঘাটা থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এফবি শাহনাজ নামের একটি ট্রলারে সি হার্ট-৬ নামের একটি ফিসিং ভ্যাসেল (মাছধরা ট্রলিং) হামলা চালিয়েছে। এতে পাঁচ জেলে আহত হয়েছেন। গতকাল রোববার রাত আটটার দিকে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে মাঝি মো. মনির হোসেন ট্রলার মালিক সমিতিতে এমন অভিযোগ জানিয়েছেন।
ট্রলারের মাঝি মনির হোসেন জানান, গত শনিবার রাতে বঙ্গোপসাগরের গভীরে তাঁরা ফিশিং ভ্যাসেলের জেলেদের হামলার শিকার হন। হামলায় পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বড় টেংড়া গ্রামের ছালাম বয়াতীর ছেলে কবির বয়াতী (৪০), তাঁর ভাই মনির হোসেন বয়াতী (৩০), ওই গ্রামের খালিল মোল্লার ছেলে সুমন (২৫), পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছোট পাথরঘাটা এলাকার মনিরের ছেলে শাহিন (২২) ও কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবেদ আলী ছেলে শানু (৪৮) আহত হন।
মনির জানান, তাঁরা গত ২৯ সেপ্টেম্বর পাথরঘাটা মৎস্যঘাট থেকে ১৭ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকার করতে যান। শনিবার সন্ধ্যার পর মাছ শিকারের জন্য জাল ফেলে অপেক্ষা করেন জেলেরা। রাত আটটার দিকে সি হার্ট-৬ নামের একটি ট্রলি পূর্ব দিক থেকে এসে টর্চ লাইটের সংকেতে মাছধরা ট্রলারটিকে সামনে থেকে সরে যেতে বলে। এর কিছুক্ষণ পরেই তারা ট্রলারের প্রায় ৩০ পিচ জাল কেটে নিয়ে যায়। জাল কাটার বিষয়টি জানতে ট্রলারের মাঝি মনির হোসেন ট্রলার নিয়ে ভ্যাসেলের কাছাকাছি যান। এ সময় ভ্যাসেল থেকে ট্রলারের জেলেদের ওপর লোহার পাইপ ও বড় বড় পাথর দিয়ে হামলা চালানো হয়। ট্রলারের জেলেরা আত্মরক্ষার জন্য ব্রিজের মধ্যে ঢুকে পরেন। ভ্যাসেল থেকে নিক্ষেপ করা পাথর ও লোহার পাইপের আঘাতে ট্রলারের পাঁচ জেলে আহত হয়।
জানা গেছে, হামলার শিকার এফবি শাহনাজ ট্রলারের মালিক বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বগা গ্রামের জালাল ভাওয়ালী। অপরদিকে ফিশিং ভ্যাসেল সি-হার্টের মালিক চট্টগ্রামের আবদুল কাদের নামের এক ব্যক্তি।
ট্রলার মালিক জালাল ভাওয়ালী বলেন, 'এ বছর সাগরের সকল ট্রিপ গুলোতেই লস হয়েছে। এমনিতেই দুরবস্থার মধ্যে আছি। এর মধ্যে যদি এ রকম জলদস্যুরমতো হামলা করা হয় তাহলে পথে বসা ছাড়া উপায় নেই। আমি এর বিচার চাই।'
ফিশিং ভ্যাসেলের (ট্রলি) মালিক চট্টগ্রামের আব্দুল কাদের বলেন, 'জেলেদের ওপর হামলার ঘটনা আমার জানা নেই। আপনাদের কাছেই জেনেছি। আমার জাহাজের মাস্টারের কাছে খোঁজ নিয়ে দেখছি।'
এ বিষয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘ফিসিং ভ্যাসল এর আগেও একাধিকবার একই ঘটনা ঘটিয়েছে। আমরা বুঝি না কেনো আমাদের ট্রলারগুলোর ওপর বারবার হামলা চালানো হয়। বিষয়টি নিয়ে ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে আমরা জাহাজের মালিকের সঙ্গে কথা বলেছি। আশা করছি সুষ্ঠু সমাধান পাবো।'

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৮ ঘণ্টা আগে