বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার বাসা থেকে চুরি যাওয়া ব্যক্তিগত ল্যাপটপ আট মাস পর উদ্ধার করেছে পিরোজপুর থানা-পুলিশ। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার পিরোজপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশনস) মো. মুকিত হাসান খাঁন এ তথ্য জানান।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাধাল বাজার থেকে তাঁদের আটক করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পিরোজপুরের রাজারহাটের সাবেক চেয়ারম্যান সোবহান খানের ছোট ছেলে আশিক খান হৃদয় (২৭), বাগেরহাট জেলার বাধাল বাজারের পরিতোষ কুমার দাসের ছেলে বিপ্লব কুমার দাস এবং বাগেরহাটের কচুয়া থানার মৃত মনসুর মোল্লার ছেলে নয়ন মোল্লা।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন সংসাব সম্মেলনে জানান, পিরোজপুরে কলেজ রোডের খুমুরিয়া এলাকার প্রয়াত আওয়ামী লীগ (ন্যাপ) নেতা অ্যাডভোকেট আলী হায়দার খানের ছোট মেয়ে ও প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বড় বোনের মেয়ে ড. ঈশিতা হায়দারের ব্যক্তিগত অ্যাপেল ব্রান্ডের ল্যাপটপটি গত বছরের ১৩ আগস্ট চুরি হয়। ঈশিতা হায়দার বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা।
ওই ল্যাপটপে তাঁর শিক্ষা জীবনের বিভিন্ন থিসিস পেপার ও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সংরক্ষিত ছিল। তিনি দিশেহারা হয়ে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ১৭ আগস্ট পিরোজপুর সদর থানায় অজ্ঞাত আসামিদের নামে মামলা দায়ের করেন। পাশের বাগেরহাট জেলার বাধাল বাজার থেকে চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়। ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, হৃদয় ল্যাপটপটি চুরি করে মাত্র ১০ হাজার টাকায় নয়নের কাছে বিক্রি করে। নয়ন বিপ্লব কুমারের কাছে ৩০ হাজার টাকায় বিক্রি করেছে মর্মে পুলিশের কাছে জানায়। চুরির ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে