
বরগুনার পাথরঘাটায় এক মাদ্রাসাছাত্রকে অপহরণের পর নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ কিশোরের বাবা। পুলিশ বলছে, ওই কিশোরকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
নিখোঁজ মাদ্রাসাছাত্রের নাম হাসিবুল ইসলাম (১৪)। সে পাথরঘাটার সদর ইউনিয়নের দক্ষিণ পাথরঘাটা গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং পাথরঘাটা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার। তিনি বলেন, ‘কিশোর ওই মাদ্রাসাছাত্র নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। পুলিশের অনুসন্ধান অব্যাহত আছে।’
কিশোর হাসিবের বাবা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক দিন ধরে আমি অসুস্থ থাকায় পাথরঘাটা প্রেসক্লাবের সামনে আমার দোকানে হাসিব বসত। পরে শুক্রবার রাত ৯টার দিকে হাসিবকে বাড়িতে আসার জন্য ফোনে কথা বলি। তখন হাসিব আমাকে বলে, দোকান আটকানো হয়েছে, বাড়িতে আসতাছি। কিন্তু অনেক রাত হলেও বাড়িতে না আসলে আবার ফোন করি, কিন্তু ওর ফোন বন্ধ পাওয়া যায়। রাতে অনেক খোঁজাখুঁজি করার সময় প্রতিবেশী রিমন জানায়, হাসিবকে অপরিচিত একজন পূজা দেখানোর জন্য নিয়ে গেছে। রিমনকেও যেতে বলেছিল কিন্তু সে যায়নি।’
তিনি আরও বলেন, ‘পরদিন শনিবার সকালে নিকট আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও কোনো সন্ধান হাসিবের মেলেনি। পরে শনিবার সন্ধ্যায় হাসিবের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে কল দিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। পরে শনিবার রাতেই থানায় নিখোঁজ ডায়েরি করি।’
শফিকুল ইসলাম আরও বলেন, ‘মুক্তিপণের টাকা দিতে দেরি হওয়ায় রোববার বিকেলে আমার ভাই মনিরের মোবাইলে হাসিবকে নির্যাতনের পর হাত, পা ও মুখ বাঁধা দুটি ভিডিও পাঠিয়েছে অপহরণকারীরা। ওখানে হাসিবুলের গোঙানোর শব্দ পাওয়া গেছে। পুরো পরিবার দুশ্চিন্তায় আছি।’

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৯ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৯ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে