মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে মেয়ের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন এক বৃদ্ধা। নির্যাতন থেকে রক্ষা পেতে গতকাল শনিবার বিকেলে মুলাদী রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
উপজেলার পৌর সদরের চরডিক্রী গ্রামের মৃত জয়নাল আবেদীনের স্ত্রী ফাতেমা বেগম (৬৫) তাঁর মেয়ে সুফিয়া বেগমের বিরুদ্ধে এ অভিযোগ করেন। স্বামীর ওয়ারিশসূত্রে প্রাপ্ত জমি মেয়েকে দলিল না দেওয়ায় তাঁকে মারধর করা হয়েছে বলে জানান। এ সময় তাঁর অন্য দুই মেয়ে আয়শা আক্তার সুমী ও ফারজানা ইয়াসমিন হাসি উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ফাতেমা বেগম বলেন, প্রায় ১০ বছর আগে তার মেজো মেয়ে সুফিয়া বেগমের প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে বাবার বাড়িতে আশ্রয় নেন। পরে বাড়ির জমি নিয়ে সুফিয়া বিবাদ শুরু করলে স্থানীয়ভাবে সালিসে মীমাংসায় মৃত জয়নাল আবেদীনের জায়গা-জমি তাঁর স্ত্রী,১ ছেলে ও ৪ মেয়ের মধ্যে বণ্টন করে দেন।
চলতি বছর জুন মাসে সুফিয়া তার স্বামী আলী মোল্লা, প্রাক্তন স্বামী সিদ্দিক সরদারকে নিয়ে বৃদ্ধা ফাতেমা বেগমকে তার জমি দলিল করে দেওয়ার জন্য চাপ দেন। ফাতেমা এতে রাজি না হওয়ায় গত ২৯ জুলাই তাকে মারধর করেন মেয়ে। ওই ঘটনায় ফাতেমা বেগম বাদী হয়ে বরিশাল জ্যেষ্ঠ বিচারিক আদালতে ৫ জনকে আসামি করে একটি মামলা করেন। এতে সুফিয়া ও তাঁর লোকজন ক্ষিপ্ত হয়ে তাঁকে আবারও মারধর করেন এবং মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে হুমকি দেন।
ফাতেমা বেগম আরও বলেন, ‘সুফিয়া তার বর্তমান স্বামী আলী মোল্লা ও পূর্বের স্বামী সিদ্দিক সরদারের সঙ্গে মিলে লোকজন নিয়ে আমাকে এবং আমার অন্য দুই মেয়েকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তারা যেকোনো উপায়ে আমার থেকে জমির দলিল নেওয়ার চেষ্টা করছে। আমি দুই মেয়েকে নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি।’
এ ব্যাপারে সুফিয়া বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মায়ের সঙ্গে ঝগড়া হওয়ায় মামলা করেছেন এবং মিথ্যা অভিযোগ করছেন।’
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, জমি নিয়ে মা-মেয়ের দ্বন্দ্বের ঘটনায় আদালতে মামলা বিচারাধীন। বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন পাঠানো হবে।

বরিশালের মুলাদীতে মেয়ের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন এক বৃদ্ধা। নির্যাতন থেকে রক্ষা পেতে গতকাল শনিবার বিকেলে মুলাদী রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
উপজেলার পৌর সদরের চরডিক্রী গ্রামের মৃত জয়নাল আবেদীনের স্ত্রী ফাতেমা বেগম (৬৫) তাঁর মেয়ে সুফিয়া বেগমের বিরুদ্ধে এ অভিযোগ করেন। স্বামীর ওয়ারিশসূত্রে প্রাপ্ত জমি মেয়েকে দলিল না দেওয়ায় তাঁকে মারধর করা হয়েছে বলে জানান। এ সময় তাঁর অন্য দুই মেয়ে আয়শা আক্তার সুমী ও ফারজানা ইয়াসমিন হাসি উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ফাতেমা বেগম বলেন, প্রায় ১০ বছর আগে তার মেজো মেয়ে সুফিয়া বেগমের প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে বাবার বাড়িতে আশ্রয় নেন। পরে বাড়ির জমি নিয়ে সুফিয়া বিবাদ শুরু করলে স্থানীয়ভাবে সালিসে মীমাংসায় মৃত জয়নাল আবেদীনের জায়গা-জমি তাঁর স্ত্রী,১ ছেলে ও ৪ মেয়ের মধ্যে বণ্টন করে দেন।
চলতি বছর জুন মাসে সুফিয়া তার স্বামী আলী মোল্লা, প্রাক্তন স্বামী সিদ্দিক সরদারকে নিয়ে বৃদ্ধা ফাতেমা বেগমকে তার জমি দলিল করে দেওয়ার জন্য চাপ দেন। ফাতেমা এতে রাজি না হওয়ায় গত ২৯ জুলাই তাকে মারধর করেন মেয়ে। ওই ঘটনায় ফাতেমা বেগম বাদী হয়ে বরিশাল জ্যেষ্ঠ বিচারিক আদালতে ৫ জনকে আসামি করে একটি মামলা করেন। এতে সুফিয়া ও তাঁর লোকজন ক্ষিপ্ত হয়ে তাঁকে আবারও মারধর করেন এবং মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে হুমকি দেন।
ফাতেমা বেগম আরও বলেন, ‘সুফিয়া তার বর্তমান স্বামী আলী মোল্লা ও পূর্বের স্বামী সিদ্দিক সরদারের সঙ্গে মিলে লোকজন নিয়ে আমাকে এবং আমার অন্য দুই মেয়েকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তারা যেকোনো উপায়ে আমার থেকে জমির দলিল নেওয়ার চেষ্টা করছে। আমি দুই মেয়েকে নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি।’
এ ব্যাপারে সুফিয়া বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মায়ের সঙ্গে ঝগড়া হওয়ায় মামলা করেছেন এবং মিথ্যা অভিযোগ করছেন।’
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, জমি নিয়ে মা-মেয়ের দ্বন্দ্বের ঘটনায় আদালতে মামলা বিচারাধীন। বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন পাঠানো হবে।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৪০ মিনিট আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
১ ঘণ্টা আগে