Ajker Patrika

গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু 

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু 

বরিশালের মুলাদীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আবুল বাশার ভূইয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার নাজিরপুর ইউনিয়নের চিলমারী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের নূর বক্স ভূইয়ার ছেলে। 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে।’ 

নিহতের বড় ভাই ইমাম হোসেন ভূইয়া জানান, শনিবার দুপুরে আবুল বাশার ভূইয়া গাছের ডাল কাট ছিলেন। একটি ডাল গাছ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে পল্লী বিদ্যুতের খোলা তারের সঙ্গে আটকে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে তিনি ছিটকে নিচে পড়ে যান। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে মুলাদী পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপ-মহা ব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মো. হুমায়ুন কবির বলেন, ‘বিদ্যুতের তার সংলগ্ন গাছ কিংবা ডালপালা কাটতে হলে অভিযোগ কেন্দ্রে জানাতে হয়। ওই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখলে দুর্ঘটনা এড়ানো যেত। আবুল বাশার ভূইয়া কাউকে না জানিয়ে গাছের ডাল কাটতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

ট্রাম্পের বেপরোয়া ক্ষমতায় ওলট-পালট বিশ্ব, বন্ধু থেকে শত্রু আতঙ্কিত সবাই

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত