
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য (ভিসি) প্রফেসর ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবিতে সংহতি জানিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সমাবেশ করেছেন শিক্ষকেরাও। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গ্রাউন্ড ফ্লোরে অবস্থান নিয়ে উপাচার্যের পদত্যাগ চেয়েছেন। এর ফলে শিক্ষার্থীদের এক দফা আন্দোলন আজ থেকে আরও বেগবান হলো। এদিকে উপাচার্য শুচিতাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে অবস্থান কর্মসূচিতে যোগ দেন শিক্ষকেরা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়।

সমাবেশে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহসিন উদ্দিন, কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার, সহকারী অধ্যাপক উন্মেষ রয়, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ টি এম রফিকুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সিরাজিস সাদিক, সাদেকুল ইসলাম, মোহসীনা হক, হারুন অর রশীদ, খাদিজা বেগম, মোস্তাকিম রহমান প্রমুখ।
এ সময় সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক প্রক্টর ড. এ টি এম রফিকুল ইসলাম বলেন, ‘প্রক্টর থাকাকালে উপাচার্য শুচিতা শিক্ষার্থীদের বিরুদ্ধে যে মামলা করেছেন, তা আমি জানতাম না। আমার সন্তানেরা কেন মামলা খাবে? এ ছাড়া আমাদের একমাত্র অধ্যাপক ড. মুহসিনকে সিন্ডিকেট দিয়ে অব্যাহতি দিতেই পারে। কিন্তু যে ভাষায় তাঁকে চিঠি দিয়েছেন, তা আমরা মানতে পারছি না।’

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান উন্মেষ রয় বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ড. মুহসিন স্যারই শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করেছেন। আন্দোলন শেষে যিনি ভিসি হয়ে এলেন তিনি ছাত্রদের বিরুদ্ধে মামলা করলেন। অথচ আওয়ামী লীগেরও সাহস হয়নি ছাত্রদের বিরুদ্ধে মামলা দেওয়ার। এ ধরনের কর্মকাণ্ডের নেপথ্যে ড. শুচিতার ঘনিষ্ঠজন ড. কলিমুল্লাহ। এই কলিমুল্লাহর লোকজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন উপাচার্য শুচিতা। কলিমুল্লাহ সবচেয়ে বিতর্কিত ভিসি ছিলেন। উপাচার্য বিগত সরকারের হয়ে কাজ করছেন। যে শিক্ষক-শিক্ষার্থীরা আ.লীগ সরকারের বিরুদ্ধে ছিলেন, তাঁদের হেনস্তা করছেন ভিসি। এমনকি ববির উপ-উপাচার্যকে একাডেমিক কার্যক্রম বিধি অনুযায়ী করতে দিচ্ছেন না।
এদিকে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ছাত্র পরামর্শ ও নির্দেশনাকেন্দ্রের পরিচালক ও ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান পদত্যাগ করেছেন। এর আগে আরও তিনজন শিক্ষক প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন। এর আগে ভিসি পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে বিবৃতি দিয়েছেন ১৫ বিভাগের শিক্ষার্থীরা।

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২ ঘণ্টা আগে