ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ রোববার বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঝালকাঠি জেলা বিএনপি। বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের সড়ক দিয়ে পূর্ব চাঁদকাঠির জেলা বিএনপির কার্যালয়ে যাওয়ার সময় জেলা আইনজীবী সমিতির পূর্ব গেটে পৌঁছালে পুলিশ তাঁদের বাধা দেয়। বাধা উপেক্ষা করে যেতে চাইলে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সরকারদলীয় নেতা-কর্মীরা মিছিল নিয়ে ধাওয়া করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি বাচ্চু হাসান খান, নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম লিমন, যুবদলের নেতা কুট্টি তালুকদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, ‘কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়াকে নিয়ে জেলা বিএনপির কার্যালয়ে বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের নিয়ে যাওয়ার সময়ে জয় বাংলা মিছিল নিয়ে আমাদের ওপরে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে অসংখ্য নেতা-কর্মী আহত হয়েছেন। উপস্থিত পুলিশও আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করছি।’
এদিকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ কর্মকার বলেন, ‘ঝালকাঠি শান্তিপূর্ণ ও রাজনৈতিক সহাবস্থানের একটি জেলা। এ জেলায় নেই কোনো গ্রুপিং বা দলাদলি। সহাবস্থানে থেকেই যে যার কার্য সম্পাদন করছে। কিন্তু রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি করতে পারবে না। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা শান্তিপ্রিয় ঝালকাঠি রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে। বিএনপি নৈরাজ্য সৃষ্টির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে নেতা-কর্মীদের নিয়ে মিছিলসহকারে গেলে তারা দৌড়ে পালিয়ে যায়। এতে হোঁচট খেয়ে পড়ে গিয়েছে কয়েকজন। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করেছি।’
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ‘বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচি রাস্তায় নেমে পালন না করার জন্য তাদের অনুরোধ জানিয়েছি। তারা রাস্তায় নামতে চেষ্টা করলে সংবাদ পেয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে এলে বিএনপির নেতা-কর্মীরা চলে যান। এখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।’

ঝালকাঠিতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ রোববার বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঝালকাঠি জেলা বিএনপি। বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের সড়ক দিয়ে পূর্ব চাঁদকাঠির জেলা বিএনপির কার্যালয়ে যাওয়ার সময় জেলা আইনজীবী সমিতির পূর্ব গেটে পৌঁছালে পুলিশ তাঁদের বাধা দেয়। বাধা উপেক্ষা করে যেতে চাইলে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সরকারদলীয় নেতা-কর্মীরা মিছিল নিয়ে ধাওয়া করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি বাচ্চু হাসান খান, নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম লিমন, যুবদলের নেতা কুট্টি তালুকদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, ‘কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়াকে নিয়ে জেলা বিএনপির কার্যালয়ে বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের নিয়ে যাওয়ার সময়ে জয় বাংলা মিছিল নিয়ে আমাদের ওপরে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে অসংখ্য নেতা-কর্মী আহত হয়েছেন। উপস্থিত পুলিশও আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করছি।’
এদিকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ কর্মকার বলেন, ‘ঝালকাঠি শান্তিপূর্ণ ও রাজনৈতিক সহাবস্থানের একটি জেলা। এ জেলায় নেই কোনো গ্রুপিং বা দলাদলি। সহাবস্থানে থেকেই যে যার কার্য সম্পাদন করছে। কিন্তু রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি করতে পারবে না। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা শান্তিপ্রিয় ঝালকাঠি রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে। বিএনপি নৈরাজ্য সৃষ্টির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে নেতা-কর্মীদের নিয়ে মিছিলসহকারে গেলে তারা দৌড়ে পালিয়ে যায়। এতে হোঁচট খেয়ে পড়ে গিয়েছে কয়েকজন। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করেছি।’
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ‘বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচি রাস্তায় নেমে পালন না করার জন্য তাদের অনুরোধ জানিয়েছি। তারা রাস্তায় নামতে চেষ্টা করলে সংবাদ পেয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে এলে বিএনপির নেতা-কর্মীরা চলে যান। এখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে