আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে পৌরসভা নির্বাচনে পোস্টার টাঙানোকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছে। আজ সোমবার দুপুরে পৌরসভার ফকিরবাড়ীর সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমতলী পৌর নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে এক পক্ষ পোস্টার টাঙাতে গেলে অপর পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাতে অন্তত আটজন আহত হয়। আহত মীর হাবিবুর রহমান, মুছা, কুদরাত, মামুন ও ইমরানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ইমরান বলেন, ‘কাউন্সিলর প্রার্থী মীর হাবিবুর রহমান ও তাঁর সমর্থকেরা আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। আমি এ ঘটনার বিচার চাই।’
কাউন্সিলর প্রার্থী মীর হাবিবুর রহমান বলেন, ‘পোস্টার টাঙাতে গেলে আমার ছয়-সাতজন সমর্থককে হাবিবুর রহমান ফকিরের সমর্থকেরা পিটিয়ে জখম করেছে।’
হাবিবুর রহমান ফকির বলেন, ‘আমার পোস্টার ছিঁড়ে মীর হাবিবুর রহমানের সমর্থকেরা তাঁর পোস্টার টাঙাচ্ছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মীর হাবিবুর রহমান ও তাঁর লোকজন আমার লোকজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে।’
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেরীন আশ্রাফ বলেন, আহত একজনকে পটুয়াখালী পাঠানো হয়েছে। আহত অন্যদের এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরগুনার আমতলীতে পৌরসভা নির্বাচনে পোস্টার টাঙানোকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছে। আজ সোমবার দুপুরে পৌরসভার ফকিরবাড়ীর সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমতলী পৌর নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে এক পক্ষ পোস্টার টাঙাতে গেলে অপর পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাতে অন্তত আটজন আহত হয়। আহত মীর হাবিবুর রহমান, মুছা, কুদরাত, মামুন ও ইমরানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ইমরান বলেন, ‘কাউন্সিলর প্রার্থী মীর হাবিবুর রহমান ও তাঁর সমর্থকেরা আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। আমি এ ঘটনার বিচার চাই।’
কাউন্সিলর প্রার্থী মীর হাবিবুর রহমান বলেন, ‘পোস্টার টাঙাতে গেলে আমার ছয়-সাতজন সমর্থককে হাবিবুর রহমান ফকিরের সমর্থকেরা পিটিয়ে জখম করেছে।’
হাবিবুর রহমান ফকির বলেন, ‘আমার পোস্টার ছিঁড়ে মীর হাবিবুর রহমানের সমর্থকেরা তাঁর পোস্টার টাঙাচ্ছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মীর হাবিবুর রহমান ও তাঁর লোকজন আমার লোকজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে।’
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেরীন আশ্রাফ বলেন, আহত একজনকে পটুয়াখালী পাঠানো হয়েছে। আহত অন্যদের এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৩৫ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৩৮ মিনিট আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৩ ঘণ্টা আগে