
পটুয়াখালীর কলাপাড়ায় নিজের মেয়েকে (১৮) একাধিকবার ধর্ষণের অভিযোগে বাবা দেলোয়ার শিকদারকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ওই তরুণী নিজে বাদী হয়ে বাবাকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এর আগে সন্ধ্যায় দেলোয়ার শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।
আসামি দেলোয়ার শিকদার উপজেলার ডাবুলগঞ্জ ইউনিয়নের খাপড়াভাঙ্গা গ্রামের বাসিন্দা এবং গলাচিপা থানার মৃত তাজিমুদ্দিন শিকদারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, এক মাস আগে ওই তরুণীর বিয়ে হয়। কিন্তু আনুষ্ঠানিকভাবে তুলে না দেওয়ায় তিনি তাঁর বাবা-মায়ের সঙ্গেই থাকতেন। গত বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে ওই তরুণী বসতঘরের বারান্দায় ঘুমাতে যান। পরে রাত ১১টার দিকে ওই তরুণীর বাবা দেলোয়ার শিকদার গামছা দিয়ে মুখ বেঁধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন। লোকলজ্জার ভয়ে ওই তরুণী বিষয়টি কাউকেই জানাননি। গতকাল সকালে ওই তরুণীকে বাড়িতে একা পেয়ে আবারও ধর্ষণ করা হয়। এ সময় প্রতিবেশী লোকজন বিষয়টি দেখে ফেলে এবং ঘরের দরজা খুলে মেয়েকে উদ্ধার করে। পরে দেলোয়ার শিকদারকে আটকে রেখে পুলিশে সোপর্দ করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের বলেন, ‘মেডিকেল পরীক্ষার জন্য ওই তরুণীকে পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শনিবার আসামিকে আদালতে পাঠানো হবে। আসামি দেলোয়ার শিকদার মোট ছয়টি বিয়ে করেছেন।’
ওসি আরও বলেন, আজ শনিবার ওই তরুণীকে স্বামীর বাড়িতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই তাঁর বাবা এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছেন।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৪ মিনিট আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
৩১ মিনিট আগে
বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা–কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
৩৬ মিনিট আগে
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে