পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিতে আসা ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়কের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে শহরের পোস্ট অফিস সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপির নেতা-কর্মীরা।
কর্মসূচি শুরুর আগে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সোহেল মঞ্জুর সুমনের গাড়িতে হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের।
বিলকিস জাহান শিরিন বলেন, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে অবস্থান কর্মসূচি শুরুর আগমুহূর্তে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এতে যুবদল ও ছাত্রদলের চার নেতা গুরুতর আহত হন।
অভিযোগের বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল আজকের পত্রিকাকে বলেন, জাটকা সংরক্ষণ সপ্তাহের কর্মসূচি পালন শেষে ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরে প্রবেশের সময় দেখেন পোস্ট অফিস সড়কে বিএনপি-ছাত্রদলের লোকজন সড়ক অবরোধ করে রেখেছেন। এ সময় সাধারণ মানুষের চলাচলে সমস্যার কারণে বিএনপির নেতা-কর্মীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। গাড়ি ভাঙচুরের বিষয়ে তাঁরা কিছুই জানে না।
পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাঈদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয় বিএনপি ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে বাক্বিতণ্ডার ঘটনা ঘটেছে। এ সময় কে বা কারা ইট ছুড়ে একটি গাড়ির গ্লাস ভেঙেছে জানা নেই।’

পিরোজপুর জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিতে আসা ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়কের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে শহরের পোস্ট অফিস সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপির নেতা-কর্মীরা।
কর্মসূচি শুরুর আগে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সোহেল মঞ্জুর সুমনের গাড়িতে হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের।
বিলকিস জাহান শিরিন বলেন, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে অবস্থান কর্মসূচি শুরুর আগমুহূর্তে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এতে যুবদল ও ছাত্রদলের চার নেতা গুরুতর আহত হন।
অভিযোগের বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল আজকের পত্রিকাকে বলেন, জাটকা সংরক্ষণ সপ্তাহের কর্মসূচি পালন শেষে ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরে প্রবেশের সময় দেখেন পোস্ট অফিস সড়কে বিএনপি-ছাত্রদলের লোকজন সড়ক অবরোধ করে রেখেছেন। এ সময় সাধারণ মানুষের চলাচলে সমস্যার কারণে বিএনপির নেতা-কর্মীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। গাড়ি ভাঙচুরের বিষয়ে তাঁরা কিছুই জানে না।
পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাঈদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয় বিএনপি ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে বাক্বিতণ্ডার ঘটনা ঘটেছে। এ সময় কে বা কারা ইট ছুড়ে একটি গাড়ির গ্লাস ভেঙেছে জানা নেই।’

বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া বলেন, অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য ফেরদৌস আরাকে ঢাকায় নেওয়া হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
২৪ মিনিট আগে
টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
১ ঘণ্টা আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
২ ঘণ্টা আগে