
মামলা, জিডি করে হয়রানির প্রতিকার এবং চার দফা দাবি আদায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনকে মৃত ঘোষণা করে প্রতীকী কফিন মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে দাবি না মানা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে কফিন মিছিল ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে অবস্থান করে। পরে প্রক্টর অফিসের সামনে প্রতীকী কফিন রেখে ‘মৃত প্রক্টর’ সংবলিত প্ল্যাকার্ড টাঙানো হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিদাওয়া না মেনে উলটো তাদের বিরুদ্ধে হয়রানিমূলক বিভিন্ন পদক্ষেপ নেয়। তাঁরা বলেন, দাবি-দাওয়া পূরণ এবং হয়রানিমূলক মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) প্রত্যাহারের দাবিতেই এ প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়েছে।
ববির ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের সব বিপদাপদ দেখার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কিন্তু প্রশাসন আমাদের সঙ্গে কোনো আলাপ না করে উলটো মামলা দিয়েছে। এমন অবস্থায় আমরা মনে করি বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোনো প্রশাসন নেই। যে প্রশাসন আছে তা মৃত। আমরা তাঁরই পরিপ্রেক্ষিতে এই প্রতীকী কফিন মিছিলের সিদ্ধান্ত নিয়েছি।’
অপর ছাত্র মোকাব্বেল শেখ বলেন, ‘আমরা চার দফা দাবি নিয়ে কয়েক দিন ধরে আন্দোলন করছি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমলে নিচ্ছেন না। উপাচার্য আমাদের দাবির প্রতি কর্ণপাত না করে বিশ্ববিদ্যালয়ে আওয়ামী পুনর্বাসন করছেন। তাই প্রশাসনকে মৃত ঘোষণা করছি। তাদের প্রতীকী জানাজার আয়োজন করেছি।’
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাজমুল ঢালি বলেন, ‘অনেক দিন ধরে চার দফা দাবি জানিয়ে আসছি, কিন্তু প্রশাসন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। তাদের নীরবতার কারণেই আজকে কফিন মিছিল করেছি।’
প্রসঙ্গত, শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহসিন উদ্দিনকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলে পুনর্বহাল করা, রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণ এবং ফ্যাসিবাদ ও স্বৈরাচারের সমর্থক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ।

স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২১ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৫ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
৪৪ মিনিট আগে
ড. ফয়জুল হক বলেন, ‘এই দেশের বিড়ি বিক্রেতা, দাড়ি না রাখা মানুষ কিংবা সাধারণ মানুষ—তারা কি আমাদের ভোট দেবে না? ইসলাম সবার জন্য। আমার বক্তব্যকে মিসলিড করে উপস্থাপন করা হয়েছে। বাস্তবে এই বক্তব্য আমাদের জন্য দুই কোটি টাকার সমপরিমাণ মার্কেটিং হয়ে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি গিফট।’
১ ঘণ্টা আগে