নিজস্ব প্রতিবেদক, বরিশাল

তরুণের চড় খেয়ে নৌবন্দরে নোঙরে থাকা লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক তরুণী। বরিশাল নৌবন্দরে গতকাল মঙ্গলবার রাতে বরিশাল–ঢাকা রুটের এমভি মানামী লঞ্চে এ ঘটনা ঘটে।
এ সময় টার্মিনালে অবস্থান করা এক ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল।
ওসি আব্দুল জলিল বলেন, লঞ্চ পন্টুন ত্যাগ করার কিছুক্ষণ আগে ওই তরুণী নদীতে ঝাঁপ দেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ওই তরুণী কী কারণে এ ঘটনা ঘটিয়েছেন তা পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়নি।
এমভি মানামী লঞ্চের মাস্টার আসাদুজ্জামান জানান, তরুণ ও তরুণী লঞ্চের নিচতলার সামনের অংশে দাঁড়িয়ে ঝগড়া করছিলেন। একপর্যায়ে তরুণ ওই তরুণীকে একটা চড় দেন। এরপরই তরুণী নদীতে ঝাঁপ দেন। তবে এক লোক তাৎক্ষণিক নদীতে ঝাঁপিয়ে পড়ে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তিনি আরও বলেন, ‘নদীতে ঝাঁপ দেওয়া তরুণী আমাদের লঞ্চের যাত্রী ছিল না। কী কারণে এই ঘটনা তা আমরা জানি না।’
ঘটনাস্থলে উপস্থিত থাকা মারুফ বলেন, প্রথমে দু’জন উচ্চ স্বরে কথা বলছিলেন। একপর্যায়ে তরুণটি থাপ্পড় দিলে মেয়েটি নদীতে ঝাঁপ দেন।

তরুণের চড় খেয়ে নৌবন্দরে নোঙরে থাকা লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক তরুণী। বরিশাল নৌবন্দরে গতকাল মঙ্গলবার রাতে বরিশাল–ঢাকা রুটের এমভি মানামী লঞ্চে এ ঘটনা ঘটে।
এ সময় টার্মিনালে অবস্থান করা এক ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল।
ওসি আব্দুল জলিল বলেন, লঞ্চ পন্টুন ত্যাগ করার কিছুক্ষণ আগে ওই তরুণী নদীতে ঝাঁপ দেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ওই তরুণী কী কারণে এ ঘটনা ঘটিয়েছেন তা পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়নি।
এমভি মানামী লঞ্চের মাস্টার আসাদুজ্জামান জানান, তরুণ ও তরুণী লঞ্চের নিচতলার সামনের অংশে দাঁড়িয়ে ঝগড়া করছিলেন। একপর্যায়ে তরুণ ওই তরুণীকে একটা চড় দেন। এরপরই তরুণী নদীতে ঝাঁপ দেন। তবে এক লোক তাৎক্ষণিক নদীতে ঝাঁপিয়ে পড়ে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তিনি আরও বলেন, ‘নদীতে ঝাঁপ দেওয়া তরুণী আমাদের লঞ্চের যাত্রী ছিল না। কী কারণে এই ঘটনা তা আমরা জানি না।’
ঘটনাস্থলে উপস্থিত থাকা মারুফ বলেন, প্রথমে দু’জন উচ্চ স্বরে কথা বলছিলেন। একপর্যায়ে তরুণটি থাপ্পড় দিলে মেয়েটি নদীতে ঝাঁপ দেন।

আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
৫ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
১০ মিনিট আগে
গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
১৫ মিনিট আগে
ফেলানীর ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিতে নিয়োগ পেয়েছেন। আজ বুধবার বিজিবির ১০৪ তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনীতে শপথ নেন তিনি।
১৯ মিনিট আগে