নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের হিজলায় চাঁদাবাজির টাকার ভাগ নিয়ে বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শরীফ তরফদার (২৪)। তিনি পালপাড়া গ্রামের দিনমজুর হানিফ তরফদারের ছেলে। তাঁকে হাত-পা বেঁধে নির্যাতন করে হত্যা করা হয়।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, জাহাজে চাঁদাবাজির টাকার ভাগ–বণ্টন নিয়ে খুন হয়েছেন শরীফ। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল তারাবির নামাজ চলাকালে সংঘবদ্ধ হামলার শিকার হন শরীফ। তাঁর চিৎকার শুনে বন্ধু সোহাগ ও আরফান এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা করা হয়। প্রাণ বাঁচাতে শরীফ একজনের বাড়িতে আশ্রয় নিলে সেখানে গিয়েও হামলা করা হয়। পরে শরীফকে উদ্ধার করে প্রথমে মেহেন্দীগঞ্জ উপজেলা হাসপাতাল ও পরে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছার পর জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বিএনপি নেতা সগির হোসেন দাবি করেন, রাতে আলীগঞ্জ বাজারের পূর্ব পাশে হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে নিয়ে শরীফকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। এই হত্যার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত স্থানীয় আলম চৌকিদার কামাল, মনির রাঢ়ী, সাইফুল মাঝী, আল আমীন মাঝী, মাইদুল, রাজিব পাটোয়ারী, নোমান ও বাবুল আকন। তাঁরা ৫ আগস্টের আগে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এবং ধুলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল ঢালীর লোক ছিলেন। কিন্তু ৫ আগস্টের পর সবাই উপজেলা বিএনপির সদস্যসচিব দেওয়ান মনিরের অনুসারী বনে যান। তাঁরা ধুলখোলা ইউনিয়নসংলগ্ন মেঘনায় নোঙর করা জাহাজে চাঁদা তোলাকে কেন্দ্র করে শরীফকে পিটিয়ে হত্যা করেন।
পুলিশের ধুলখোলা ইউনিয়নের বিট কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নুর আমিন বলেন, আজ রোববার দুপুর পর্যন্ত মামলা হয়নি। সন্দেহভাজনদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বরিশালের হিজলায় চাঁদাবাজির টাকার ভাগ নিয়ে বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শরীফ তরফদার (২৪)। তিনি পালপাড়া গ্রামের দিনমজুর হানিফ তরফদারের ছেলে। তাঁকে হাত-পা বেঁধে নির্যাতন করে হত্যা করা হয়।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, জাহাজে চাঁদাবাজির টাকার ভাগ–বণ্টন নিয়ে খুন হয়েছেন শরীফ। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল তারাবির নামাজ চলাকালে সংঘবদ্ধ হামলার শিকার হন শরীফ। তাঁর চিৎকার শুনে বন্ধু সোহাগ ও আরফান এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা করা হয়। প্রাণ বাঁচাতে শরীফ একজনের বাড়িতে আশ্রয় নিলে সেখানে গিয়েও হামলা করা হয়। পরে শরীফকে উদ্ধার করে প্রথমে মেহেন্দীগঞ্জ উপজেলা হাসপাতাল ও পরে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছার পর জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বিএনপি নেতা সগির হোসেন দাবি করেন, রাতে আলীগঞ্জ বাজারের পূর্ব পাশে হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে নিয়ে শরীফকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। এই হত্যার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত স্থানীয় আলম চৌকিদার কামাল, মনির রাঢ়ী, সাইফুল মাঝী, আল আমীন মাঝী, মাইদুল, রাজিব পাটোয়ারী, নোমান ও বাবুল আকন। তাঁরা ৫ আগস্টের আগে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এবং ধুলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল ঢালীর লোক ছিলেন। কিন্তু ৫ আগস্টের পর সবাই উপজেলা বিএনপির সদস্যসচিব দেওয়ান মনিরের অনুসারী বনে যান। তাঁরা ধুলখোলা ইউনিয়নসংলগ্ন মেঘনায় নোঙর করা জাহাজে চাঁদা তোলাকে কেন্দ্র করে শরীফকে পিটিয়ে হত্যা করেন।
পুলিশের ধুলখোলা ইউনিয়নের বিট কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নুর আমিন বলেন, আজ রোববার দুপুর পর্যন্ত মামলা হয়নি। সন্দেহভাজনদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষানবিশ চিকিৎসকের ওপর হামলা চালিয়েছে রোগীর স্বজনেরা। পরে রোগীর স্বজন ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এদিকে হামলার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন শিক্ষানবিশ চিকিৎসকেরা।
৮ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির কমিটি বিলুপ্ত করেছে দলটির কেন্দ্রীয় কমিটি। দলীয় সূত্র বলছে, বিএনপি-সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের পক্ষে সাংগঠনিকভাবে কাজ না করায় গলাচিপা ও দশমিনা উপজেলা কমিটির বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব।
৩৫ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার দুই শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১১টায় এক শিফটের পরীক্ষা শেষ হয়েছে। বেলা ৩টায় আরেক শিফটে পরীক্ষা হবে।
১ ঘণ্টা আগে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুগদা, বনানী ও রূপনগর থানা-পুলিশ। এর মধ্যে মুগদা থানায় ৯ জন, বনানী থানায় ৭ জন ও রূপনগর থানায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে