বরগুনার বেতাগীতে অস্বাভাবিক আকৃতির এক ছেলে শিশুর জন্ম হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়িতে শিশুটির জন্ম হয়। তবে নবজাতক ও প্রসূতি মা সুস্থ আছেন।
এই নবজাতক উপজেলার হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ বাসন্ডা গ্রামের এক দম্পতির সন্তান।
স্থানীয়রা জানান, এক বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। ছেলেটি ঢাকায় একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। বিয়ের পর মেয়েটি প্রথমবারের মত সন্তান গর্ভধারণ করেন। এ অবস্থায় নির্দিষ্ট সময় পর পর তাকে পার্শ্ববর্তী সুবিদখালী উপজেলার মক্কা ক্লিনিকে চেক আপ করানো হয়। তবে সে সময়ে ক্লিনিকের ডাক্তাররা নবজাতকের অস্বাভাবিক কোনো লক্ষণ দেখতে না পেয়ে বাড়িতে স্বাভাবিকভাবে সন্তান প্রসবের পরামর্শ দেন। এরপর গত শুক্রবার ভোর রাতে ওই নারীর প্রসব ব্যথা ওঠে। এ সময় তাকে শাশুড়ি ও বাড়ির লোকজন হেলেনা আক্তার নামে স্থানীয় এক দাইকে দিয়ে বাচ্চা প্রসব করান। জন্মের পর দেখা যায় ওই নারীর সন্তানটির একটি চোখ বন্ধ। নাক ও মুখ বাঁকা। ডান পাশের গালে ও নাকে অস্বাভাবিক মাংসপিণ্ড।
এদিকে সকালে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন শিশুটিকে দেখতে ওই বাড়িতে ভিড় জমায়। আবার অনেকেই ওই শিশুটির ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় যা মুহূর্তের মধ্যেই এলাকায় ভাইরাল হয়ে যায়।
নবজাতকের নানা মো. জাহাঙ্গীর খান আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার রাতে আমার মেয়ে অসুস্থ হলে আমরা স্থানীয় দাইকে খবর দেই। সে এসে নবজাতককে প্রসব করায়। জন্মের পর তার মুখে অস্বাভাবিক গঠন দেখা যায়। রোববার আমরা নবজাতককে নিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে যাব।’
নবজাতকের মামা মো. নুরুল ইসলাম খান আজকের পত্রিকাকে বলেন, ‘গর্ভাবস্থায় স্থানীয় ক্লিনিকে তিনবার আল্ট্রাসনোগ্রাম করানো হয়। কিন্তু বাচ্চার সমস্যা কথা তখন তারা কেউ বলেনি। তারা আমাদের তখন জানালে আমরা হাসপাতালে নবজাতকের ডেলিভারি করাতাম। প্রয়োজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতাম।’
বেতাগী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. ফাহমিদা লক্সর আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটি জন্মগত ক্রুটি নিয়ে জন্মেছে। শিশুটিকে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত।’

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে কুমিল্লা এলাকা পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সেনাপ্রধান হেলিকপ্টারে করে কুমিল্লার ধীরেন্দ্রনাথ...
২ মিনিট আগে
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
১০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১৭ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
২১ মিনিট আগে