পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে ঝড়ে সদর উপজেলা ও পার্শ্ববর্তী কয়েকটি উপজেলায় ৫৪ ঘণ্টা ধরে বিদ্যুৎবিহীন প্রায় ২০ হাজারের বেশি পরিবার। আজ মঙ্গলবার ঝড়ের পর ৫৪ ঘণ্টা অতিক্রম করলেও কাউখালী, ইন্দুরকানি ও পিরোজপুর সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য অনুযায়ী, পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমুরিতলা ইউনিয়ন ও শঙ্করপাশা ইউনয়নে পাঁচ হাজার গ্রাহক, ইন্দুরকানি উপজেলায় আট হাজার গ্রাহক, কাউখালী উপজেলায় সাত হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। পবিত্র রমজানে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তির কথা জানিয়েছেন গ্রাহকেরা।
পিরোজপুর পল্লী বিদ্যুৎ বিভাগের তথ্যমতে, জেলায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় ২৮টি খুঁটি ভেঙে পড়েছে, ৫৩টি ক্রসআর্ম ভেঙে গেছে, ৬৮টি ইনসুলেটর, ২১০টি মিটার ও ১৫টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ৮৪টি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কত সময় লাগবে, তা নির্দিষ্ট করে বলতে পারছে না কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, হঠাৎ ঝড়ে গাছ পড়ে শতাধিক বাড়িঘরের ক্ষতি হয়েছে। তারা প্রায় ৫৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। পানির পাম্প চালাতে না পারায় রমজানে অজু-গোসল পর্যন্ত করা সম্ভব হচ্ছে না। ইন্টারনেট সেবাও নেই।
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু উমাম মো. মাহবুবুল হক বলেন, ‘ঝড়ে পিরোজপুরের বিভিন্ন উপজেলায় আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় শতাধিক বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ক্রসআর্ম, ইনসুলেটর, মিটার ও ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের লোকজন মাঠে কাজ করছে। তবে কত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ দেওয়া সম্ভব, তা এখনো বলা যাচ্ছে না।’
পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধুবী রায় বলেন, ‘এখন পর্যন্ত কয়েকটি জায়গায় বিদ্যুৎ দেওয়া হয়েছে। তবে জেলায় পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ সচল হয়নি। তবে আমাদের সবগুলো ডিপার্টমেন্ট একযোগে কাজ করছে। আশা করি সন্ধ্যার মধ্যে বিদ্যুৎব্যবস্থা পুরোপুরি সচল হবে।’

পিরোজপুরে ঝড়ে সদর উপজেলা ও পার্শ্ববর্তী কয়েকটি উপজেলায় ৫৪ ঘণ্টা ধরে বিদ্যুৎবিহীন প্রায় ২০ হাজারের বেশি পরিবার। আজ মঙ্গলবার ঝড়ের পর ৫৪ ঘণ্টা অতিক্রম করলেও কাউখালী, ইন্দুরকানি ও পিরোজপুর সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য অনুযায়ী, পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমুরিতলা ইউনিয়ন ও শঙ্করপাশা ইউনয়নে পাঁচ হাজার গ্রাহক, ইন্দুরকানি উপজেলায় আট হাজার গ্রাহক, কাউখালী উপজেলায় সাত হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। পবিত্র রমজানে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তির কথা জানিয়েছেন গ্রাহকেরা।
পিরোজপুর পল্লী বিদ্যুৎ বিভাগের তথ্যমতে, জেলায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় ২৮টি খুঁটি ভেঙে পড়েছে, ৫৩টি ক্রসআর্ম ভেঙে গেছে, ৬৮টি ইনসুলেটর, ২১০টি মিটার ও ১৫টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ৮৪টি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কত সময় লাগবে, তা নির্দিষ্ট করে বলতে পারছে না কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, হঠাৎ ঝড়ে গাছ পড়ে শতাধিক বাড়িঘরের ক্ষতি হয়েছে। তারা প্রায় ৫৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। পানির পাম্প চালাতে না পারায় রমজানে অজু-গোসল পর্যন্ত করা সম্ভব হচ্ছে না। ইন্টারনেট সেবাও নেই।
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু উমাম মো. মাহবুবুল হক বলেন, ‘ঝড়ে পিরোজপুরের বিভিন্ন উপজেলায় আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় শতাধিক বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ক্রসআর্ম, ইনসুলেটর, মিটার ও ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের লোকজন মাঠে কাজ করছে। তবে কত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ দেওয়া সম্ভব, তা এখনো বলা যাচ্ছে না।’
পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধুবী রায় বলেন, ‘এখন পর্যন্ত কয়েকটি জায়গায় বিদ্যুৎ দেওয়া হয়েছে। তবে জেলায় পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ সচল হয়নি। তবে আমাদের সবগুলো ডিপার্টমেন্ট একযোগে কাজ করছে। আশা করি সন্ধ্যার মধ্যে বিদ্যুৎব্যবস্থা পুরোপুরি সচল হবে।’

নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
৩০ মিনিট আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২ ঘণ্টা আগে