নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রাজধানীতে বিএনপির মহাসমাবেশে অংশ নেওয়া বরিশাল দক্ষিণ জেলার মিছিলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। জেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহিন মিছিলের সামনে থাকা কেন্দ্রীয় বিএনপি নেতা আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহর ওপর চড়াও হন। একপর্যায়ে তাঁকে থাপ্পড় দিতে উদ্যত হলে মিছিলে থাকা নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দুপুর পৌনে ১২টায় আরামবাগের ফকিরাপুলসংলগ্ন এলাকায় এই বিশৃঙ্খলা দেখা দেয়।
প্রত্যক্ষদর্শী বরিশাল জেলা বিএনপির একাধিক নেতা জানান, মহাসমাবেশে যোগ দিতে বেলা সাড়ে ১১টার দিকে তাদের মিছিল রওনা দেয়। মিছিল চলাকালে দক্ষিণের সদস্যসচিব একাধিকবার বের হয়ে সামনে দাঁড়ান। মিছিলের অগ্রভাগে থাকা বিএনপির কেন্দ্রীয় সদস্য আবু নাসের রহমাতুল্লাহ ব্যানারের মধ্যে সকলকে আসার তাগিদ দেন। কিন্তু কেউ কেউ আবার মিছিলের সামনে গিয়ে সেলফি তোলার চেষ্টা করেন। একপর্যায়ে সদস্যসচিব শাহিন ফের ব্যানার থেকে বের হয়ে গেলে রহমাতুল্লাহও বের হয়ে মিছিলের সামনে দাঁড়ান।
দক্ষিণ জেলা বিএনপির অন্তত দুই জন সদস্য জানান, রহমাতুল্লাহকে ধাক্কা দিয়ে মিছিল থেকে বের করার চেষ্ট করেন শাহিন। একপর্যায়ে থাপ্পড় দিতে উদ্যত হলে শাহিনের সঙ্গে রহমাতুল্লাহর হাতাহাতি হয়। ওই নেতারা বলেন, সদস্যসচিব শাহিন একক আধিপত্য বজায় রাখতে গিয়ে এমন ঘটনা ঘটিয়েছেন।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য ওয়াহিদুল ইসলাম প্রিন্স আজকের পত্রিকাকে বলেন, রহমাতুল্লাহ কেন্দ্রীয় নেতা হিসেবে মেহমান হয়ে আমাদের সঙ্গে থাকবেন। কিন্তু সদস্যসচিব আবুল কালাম শাহিনের সঙ্গে পাল্লা দিয়ে তিনি মিছিলের সামনে যেতে চান। যে কারণে শাহিন ভাইয়ের সঙ্গে রহমাতুল্লাহর তর্কাতর্কি হয়েছে মাত্র। বিএনপি নেতা রহমাতুল্লাহর ওপর চড়াও হওয়া প্রসঙ্গে তিনি বলেন, রহমাতুল্লাহ যা করেছেন তাতে তার আরও শাস্তি হওয়া উচিত ছিল।
জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সদর উপজেলা সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, বড় দলের বড় কর্মসূচি। সেখানে ভুল বোঝাবুঝি হতেই পারে। আমরা নিজেদের মধ্যে এই ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলবো। তবে রহমাতুল্লাহ দাবী করেন, তিনি মেহমান নন, বরং বরিশাল সদরের বাসিন্দা।
এ ব্যাপারে দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহিন আজকের পত্রিকাকে বলেন, ‘আরে নাহ, তেমন কিছুই হয়নি। মিছিলের লাইন ঠিক করতে গেলে ওরকম ধাক্কাধাক্কি হবেই। এটা তেমন কিছুই না।’

রাজধানীতে বিএনপির মহাসমাবেশে অংশ নেওয়া বরিশাল দক্ষিণ জেলার মিছিলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। জেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহিন মিছিলের সামনে থাকা কেন্দ্রীয় বিএনপি নেতা আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহর ওপর চড়াও হন। একপর্যায়ে তাঁকে থাপ্পড় দিতে উদ্যত হলে মিছিলে থাকা নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দুপুর পৌনে ১২টায় আরামবাগের ফকিরাপুলসংলগ্ন এলাকায় এই বিশৃঙ্খলা দেখা দেয়।
প্রত্যক্ষদর্শী বরিশাল জেলা বিএনপির একাধিক নেতা জানান, মহাসমাবেশে যোগ দিতে বেলা সাড়ে ১১টার দিকে তাদের মিছিল রওনা দেয়। মিছিল চলাকালে দক্ষিণের সদস্যসচিব একাধিকবার বের হয়ে সামনে দাঁড়ান। মিছিলের অগ্রভাগে থাকা বিএনপির কেন্দ্রীয় সদস্য আবু নাসের রহমাতুল্লাহ ব্যানারের মধ্যে সকলকে আসার তাগিদ দেন। কিন্তু কেউ কেউ আবার মিছিলের সামনে গিয়ে সেলফি তোলার চেষ্টা করেন। একপর্যায়ে সদস্যসচিব শাহিন ফের ব্যানার থেকে বের হয়ে গেলে রহমাতুল্লাহও বের হয়ে মিছিলের সামনে দাঁড়ান।
দক্ষিণ জেলা বিএনপির অন্তত দুই জন সদস্য জানান, রহমাতুল্লাহকে ধাক্কা দিয়ে মিছিল থেকে বের করার চেষ্ট করেন শাহিন। একপর্যায়ে থাপ্পড় দিতে উদ্যত হলে শাহিনের সঙ্গে রহমাতুল্লাহর হাতাহাতি হয়। ওই নেতারা বলেন, সদস্যসচিব শাহিন একক আধিপত্য বজায় রাখতে গিয়ে এমন ঘটনা ঘটিয়েছেন।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য ওয়াহিদুল ইসলাম প্রিন্স আজকের পত্রিকাকে বলেন, রহমাতুল্লাহ কেন্দ্রীয় নেতা হিসেবে মেহমান হয়ে আমাদের সঙ্গে থাকবেন। কিন্তু সদস্যসচিব আবুল কালাম শাহিনের সঙ্গে পাল্লা দিয়ে তিনি মিছিলের সামনে যেতে চান। যে কারণে শাহিন ভাইয়ের সঙ্গে রহমাতুল্লাহর তর্কাতর্কি হয়েছে মাত্র। বিএনপি নেতা রহমাতুল্লাহর ওপর চড়াও হওয়া প্রসঙ্গে তিনি বলেন, রহমাতুল্লাহ যা করেছেন তাতে তার আরও শাস্তি হওয়া উচিত ছিল।
জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সদর উপজেলা সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, বড় দলের বড় কর্মসূচি। সেখানে ভুল বোঝাবুঝি হতেই পারে। আমরা নিজেদের মধ্যে এই ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলবো। তবে রহমাতুল্লাহ দাবী করেন, তিনি মেহমান নন, বরং বরিশাল সদরের বাসিন্দা।
এ ব্যাপারে দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহিন আজকের পত্রিকাকে বলেন, ‘আরে নাহ, তেমন কিছুই হয়নি। মিছিলের লাইন ঠিক করতে গেলে ওরকম ধাক্কাধাক্কি হবেই। এটা তেমন কিছুই না।’

নতুন ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নতুন ভোটাররা প্রথমবার সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়ার সুযোগ পেয়েছেন। তাই দল-মতনির্বিশেষে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
১৮ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৭)...
২১ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় আহমদুল কবির অপু (৪০) নামের জেল থেকে পলাতক এক আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রায়পুরা থানা-পুলিশ। নিহত অপু পাহাড় মরজাল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। অপু চব্বিশের গণ-অভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন।
২৪ মিনিট আগে
মিরসরাইয়ে লরির ধাক্কায় হুমায়ুন কবির (২৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে