মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে সাগর মাল (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের দাবি, মৃত্যুর আগে তিনি স্ত্রী ও বোনকে খুদেবার্তা পাঠিয়েছিলেন। স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তাঁরা।
গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাগর মাল ওই গ্রামের মৃত শাহজাহান মালের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকায় চাকরি করায় সাগর স্ত্রী-সন্তান নিয়ে সেখানেই থাকতেন। গত শনিবার তিনি গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার সকাল ১০টার দিকে এক বোনের বাড়ি থেকে আরেক বোনের বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু দুপুরের পর থেকে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ৯টার দিকে তাঁদের পরিত্যক্ত ঘরের আড়ার সঙ্গে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনেরা। পরে পুলিশে খবর দেওয়া হয়।
মরদেহ উদ্ধারের পর তাঁর বোন সখিনা বেগম মোবাইল ফোনে খুদেবার্তা দেখতে পান। একই বার্তা সাগরের স্ত্রীকেও পাঠানো হয়েছিল বলে জানান তিনি। বার্তায় তিনি লিখেছিলেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমার জন্য দোয়া করবা।’
সখিনা বেগম আরও জানান, তার ভাইয়ের সঙ্গে কারও শত্রুতা বা বিরোধ ছিল না। ঘটনার দিন সকালে স্ত্রীর সঙ্গে কয়েকবার ফোনে কথাও বলেন সাগর। সম্ভবত পারিবারিক অভিমান থেকেই তিনি এমন সিদ্ধান্ত নেন।
মুলাদী থানার পরিদর্শক মো. মমিন উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মঙ্গলবার সকালে মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালের মুলাদীতে সাগর মাল (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের দাবি, মৃত্যুর আগে তিনি স্ত্রী ও বোনকে খুদেবার্তা পাঠিয়েছিলেন। স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তাঁরা।
গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাগর মাল ওই গ্রামের মৃত শাহজাহান মালের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকায় চাকরি করায় সাগর স্ত্রী-সন্তান নিয়ে সেখানেই থাকতেন। গত শনিবার তিনি গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার সকাল ১০টার দিকে এক বোনের বাড়ি থেকে আরেক বোনের বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু দুপুরের পর থেকে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ৯টার দিকে তাঁদের পরিত্যক্ত ঘরের আড়ার সঙ্গে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনেরা। পরে পুলিশে খবর দেওয়া হয়।
মরদেহ উদ্ধারের পর তাঁর বোন সখিনা বেগম মোবাইল ফোনে খুদেবার্তা দেখতে পান। একই বার্তা সাগরের স্ত্রীকেও পাঠানো হয়েছিল বলে জানান তিনি। বার্তায় তিনি লিখেছিলেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমার জন্য দোয়া করবা।’
সখিনা বেগম আরও জানান, তার ভাইয়ের সঙ্গে কারও শত্রুতা বা বিরোধ ছিল না। ঘটনার দিন সকালে স্ত্রীর সঙ্গে কয়েকবার ফোনে কথাও বলেন সাগর। সম্ভবত পারিবারিক অভিমান থেকেই তিনি এমন সিদ্ধান্ত নেন।
মুলাদী থানার পরিদর্শক মো. মমিন উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মঙ্গলবার সকালে মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
৩১ মিনিট আগে
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
৪৩ মিনিট আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
১ ঘণ্টা আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
১ ঘণ্টা আগে