Ajker Patrika

বাউফলে জেলা পরিষদ নির্বাচনে সমান ভোট পেয়েছেন ২ সদস্য প্রার্থী

বাউফলে জেলা পরিষদ নির্বাচনে সমান ভোট পেয়েছেন ২ সদস্য প্রার্থী

পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে বাউফল উপজেলা কেন্দ্রে সদস্য পদে দুই প্রার্থী সমান ভোট পেয়েছেন। সমান ভোট পাওয়া দুই সদস্য প্রার্থী হলেন তালা প্রতীকের মো. জসিম ফরাজী এবং অটোরিকশা প্রতীকের শাহজাহান সিরাজ। তাঁরা দুজনই ১০৪ ভোট পেয়েছেন।

আজ সোমবার ভোট গ্রহণ শেষে এ তথ্য নিশ্চিত করেন প্রিসাইডিং কর্মকর্তা মো. কামরুল হাসান।

জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে উপজেলার একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে মোট ভোটার ২০৯ জন। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাপক নিরাপত্তা দিয়ে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে ভোট গ্রহণ চলে। এর মধ্যে তালা প্রতীক মো. জসিম ফরাজী ১০৪ ও অটোরিকশা প্রতীক শাহজাহান সিরাজ ১০৪ ভোট পেয়েছেন। বাকি ১ ভোট বাতিল হওয়ায় দুই প্রার্থীর সমতা হয়েছে।

অপর দিকে নারী সংরক্ষিত বাউফল-দশমিনা উপজেলায় দোয়াত কলম প্রতীক নিয়ে কামরুন নাহার প্রতিপক্ষ পসরা রানীকে ১৬ ভোটে হারিয়ে জয়ী হন।

প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, ‘যেহেতু রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মহোদয়। তাই তাঁর কাছে ফলাফল হস্তান্তর করার পড় তিনিই সিদ্ধান্ত নেবেন।’

এ বিষয়ে পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘যেহেতু দুই সদস্য প্রার্থী সমান ভোট পেয়েছেন, তাই তাঁদের উপস্থিতিতে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচিত করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত