
দীর্ঘ প্রায় ১৮ বছর পর বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর মহিলা দলের কমিটি ঘোষণা করেছে বিএনপির অঙ্গসংগঠন বরিশাল উত্তর জেলা মহিলা দল। দলটির সভাপতি চৌধুরী শরিফা নাসরিন ও সাধারণ সম্পাদক লিপি নাসরিন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে উপজেলা ও পৌরসভায় ১০১ সদস্যের দুটি কমিটি ঘোষণা করা হয়।
গৌরনদী উপজেলা মহিলা দলের নতুন কমিটির সভাপতি হয়েছেন সাবেক পৌর কাউন্সিলর ও জেলা বিএনপির সদস্য হোসনে আরা বেবী। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানিয়া আক্তার এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাবিনা ইয়াসমিন।
কমিটির সহসভাপতি হিসেবে রয়েছেন তাসলিমা সেকেন্দার, আনোয়ারা বেগম, দিলরুবা বেগম, বিউটি বেগম, শেফালী বেগম, সুমা বেগম, মুন্নী আক্তার, পপি বেগম, জেসমিন সুলতানা, মুক্তা খান, নাজমা বেগম ও রাশিদা বেগম। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শিল্পী বেগম।
অন্যদিকে, গৌরনদী পৌর মহিলা দলের সভাপতি নির্বাচিত হয়েছেন ফিরোজা বেগম, সাধারণ সম্পাদক লতা বেগম এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন কহিনুর বেগম।
গৌরনদী উপজেলা মহিলা দলের নবনির্বাচিত সভাপতি হোসনে আরা বেবী বলেন, ‘দীর্ঘ প্রায় ১৮ বছর পর দলের ত্যাগী, নির্যাতিত ও আন্দোলনকারী নেতাকর্মীদের নিয়ে একটি সুন্দর কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় মহিলা দলের সভানেত্রীসহ জেলা কমিটির নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আওয়ামী সরকারের মামলা, হামলা ও নিপীড়নের সময় পাশে থাকা কর্মীদের মূল্যায়ন করা হয়েছে এ কমিটিতে।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে