পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাক করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।
হ্যাক করার পর ‘ইউএনও গলাচিপা (উপজেলা প্রশাসন গলাচিপা)’ নামের ওই পেজ থেকে ইউএনও মিজানুর রহমানকে নিয়ে পোস্ট দেওয়া হয়, যা ভাইরাল হয়ে যায়। পরে রাতেই এ ঘটনায় তিনি গলাচিপা থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং গলাচিপা অফিসার্স ক্লাবে সংবাদ সম্মেলন করেন।
ইউএনও মিজানুরকে নিয়ে পোস্টে লেখা হয়, ‘আমার বিরুদ্ধে বড় একটা অভিযোগ হলো আমি ছাত্রলীগ করতাম। হ্যাঁ একসময় করতাম। সো, কী হয়েছে? নুরু ভাইও (গণঅধিকার পরিষদের সভাপতি) একসময় ছাত্রলীগ করতেন। তিনি একসময় জননেত্রীর পা ছুঁয়ে সালামও করেছেন। সো, তাতে কি নুরু ভাইয়ের জনপ্রিয়তা এখন কম? বঙ্গবন্ধুর আদর্শের কারণে আমরা মোটেই লজ্জিত নই। কারণ, এই দেশমাতৃকার জন্ম তাঁর হাত ধরেই। আরেকটা অভিযোগ হলো দুর্নীতির। হু ইজ ফ্রি ফ্রম ইট? যে দুর্নীতি করে না, বুঝতে হবে সে সুযোগ পায় না। মাথা উঁচু করে বাঁচতে চাই। করলাম না এই প্রশাসনের চাকরি। আমার অনুজ ঊর্মিও করে নাই। সো, আমার কেন করতে হবে? সোজাসাপটা কথা। একদিন আমাদেরও সময় আসবে। এভরি ডগ হেজ ইটজ বার্কিং ডে।’
সংবাদ সম্মেলনে ইউএনও মিজানুর বলেন, ‘পেজটি হ্যাক হওয়ার পর আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এ কারণে আইনি সহায়তার জন্য থানায় সাধারণ ডায়েরির আবেদন করেছি। পেজটি এখনো হ্যাকারদের দখলে। বর্তমানে উদ্ধারের চেষ্টা চলছে।’ তিনি সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান করেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানান।
এ ব্যাপারে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘অনৈতিক সুবিধা নিতে না পেরে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে একটা দুষ্ট চক্র বেশ কিছু দিন ধরেই বিভ্রান্তিকর ও নানা অসত্য অভিযোগ তুলে হেনস্তা করে আসছিল। এমনকি ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে তাঁকে নিয়ে জঘন্য অপপ্রচার করছে। যারা এর সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তি দাবি করছি।’
যোগাযোগ করা হলে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ইউএনওর পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরির আবেদন পাওয়া গেছে। আমরা ঘটনাটি তদন্ত করছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পক্ষ থেকে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পেজটি পুনরুদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
পটুয়াখালীর গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাক করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।
হ্যাক করার পর ‘ইউএনও গলাচিপা (উপজেলা প্রশাসন গলাচিপা)’ নামের ওই পেজ থেকে ইউএনও মিজানুর রহমানকে নিয়ে পোস্ট দেওয়া হয়, যা ভাইরাল হয়ে যায়। পরে রাতেই এ ঘটনায় তিনি গলাচিপা থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং গলাচিপা অফিসার্স ক্লাবে সংবাদ সম্মেলন করেন।
ইউএনও মিজানুরকে নিয়ে পোস্টে লেখা হয়, ‘আমার বিরুদ্ধে বড় একটা অভিযোগ হলো আমি ছাত্রলীগ করতাম। হ্যাঁ একসময় করতাম। সো, কী হয়েছে? নুরু ভাইও (গণঅধিকার পরিষদের সভাপতি) একসময় ছাত্রলীগ করতেন। তিনি একসময় জননেত্রীর পা ছুঁয়ে সালামও করেছেন। সো, তাতে কি নুরু ভাইয়ের জনপ্রিয়তা এখন কম? বঙ্গবন্ধুর আদর্শের কারণে আমরা মোটেই লজ্জিত নই। কারণ, এই দেশমাতৃকার জন্ম তাঁর হাত ধরেই। আরেকটা অভিযোগ হলো দুর্নীতির। হু ইজ ফ্রি ফ্রম ইট? যে দুর্নীতি করে না, বুঝতে হবে সে সুযোগ পায় না। মাথা উঁচু করে বাঁচতে চাই। করলাম না এই প্রশাসনের চাকরি। আমার অনুজ ঊর্মিও করে নাই। সো, আমার কেন করতে হবে? সোজাসাপটা কথা। একদিন আমাদেরও সময় আসবে। এভরি ডগ হেজ ইটজ বার্কিং ডে।’
সংবাদ সম্মেলনে ইউএনও মিজানুর বলেন, ‘পেজটি হ্যাক হওয়ার পর আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এ কারণে আইনি সহায়তার জন্য থানায় সাধারণ ডায়েরির আবেদন করেছি। পেজটি এখনো হ্যাকারদের দখলে। বর্তমানে উদ্ধারের চেষ্টা চলছে।’ তিনি সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান করেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানান।
এ ব্যাপারে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘অনৈতিক সুবিধা নিতে না পেরে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে একটা দুষ্ট চক্র বেশ কিছু দিন ধরেই বিভ্রান্তিকর ও নানা অসত্য অভিযোগ তুলে হেনস্তা করে আসছিল। এমনকি ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে তাঁকে নিয়ে জঘন্য অপপ্রচার করছে। যারা এর সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তি দাবি করছি।’
যোগাযোগ করা হলে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ইউএনওর পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরির আবেদন পাওয়া গেছে। আমরা ঘটনাটি তদন্ত করছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পক্ষ থেকে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পেজটি পুনরুদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
ভূমি ও কৃষি সংস্কার এবং পরিবেশ সুরক্ষায় স্থায়ী জাতীয় কমিশন গঠনের দাবি জানিয়েছে ১৩টি নাগরিক সংগঠন। আজ রোববার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা ৩৬ দফা প্রস্তাবনা উত্থাপন করে।
৭ মিনিট আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি মো. আলী হোসেনকে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। আজ রোববার দুপুরে বিএনপির সব পর্যায়ের পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়।
৯ মিনিট আগেপুঠিয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া (তালপুকুর) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেহাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম পর্যটন-প্রচারণামূলক ম্যারাথন ‘বিউটিফুল বাংলাদেশ রান ২০২৫’। ম্যারাথনটির আয়োজনে নেতৃত্ব দিচ্ছে এটিজেএফবি, পৃষ্ঠপোষক রিদম গ্রুপ ও সহযোগিতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
৩৮ মিনিট আগে