পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাক করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।
হ্যাক করার পর ‘ইউএনও গলাচিপা (উপজেলা প্রশাসন গলাচিপা)’ নামের ওই পেজ থেকে ইউএনও মিজানুর রহমানকে নিয়ে পোস্ট দেওয়া হয়, যা ভাইরাল হয়ে যায়। পরে রাতেই এ ঘটনায় তিনি গলাচিপা থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং গলাচিপা অফিসার্স ক্লাবে সংবাদ সম্মেলন করেন।
ইউএনও মিজানুরকে নিয়ে পোস্টে লেখা হয়, ‘আমার বিরুদ্ধে বড় একটা অভিযোগ হলো আমি ছাত্রলীগ করতাম। হ্যাঁ একসময় করতাম। সো, কী হয়েছে? নুরু ভাইও (গণঅধিকার পরিষদের সভাপতি) একসময় ছাত্রলীগ করতেন। তিনি একসময় জননেত্রীর পা ছুঁয়ে সালামও করেছেন। সো, তাতে কি নুরু ভাইয়ের জনপ্রিয়তা এখন কম? বঙ্গবন্ধুর আদর্শের কারণে আমরা মোটেই লজ্জিত নই। কারণ, এই দেশমাতৃকার জন্ম তাঁর হাত ধরেই। আরেকটা অভিযোগ হলো দুর্নীতির। হু ইজ ফ্রি ফ্রম ইট? যে দুর্নীতি করে না, বুঝতে হবে সে সুযোগ পায় না। মাথা উঁচু করে বাঁচতে চাই। করলাম না এই প্রশাসনের চাকরি। আমার অনুজ ঊর্মিও করে নাই। সো, আমার কেন করতে হবে? সোজাসাপটা কথা। একদিন আমাদেরও সময় আসবে। এভরি ডগ হেজ ইটজ বার্কিং ডে।’
সংবাদ সম্মেলনে ইউএনও মিজানুর বলেন, ‘পেজটি হ্যাক হওয়ার পর আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এ কারণে আইনি সহায়তার জন্য থানায় সাধারণ ডায়েরির আবেদন করেছি। পেজটি এখনো হ্যাকারদের দখলে। বর্তমানে উদ্ধারের চেষ্টা চলছে।’ তিনি সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান করেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানান।
এ ব্যাপারে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘অনৈতিক সুবিধা নিতে না পেরে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে একটা দুষ্ট চক্র বেশ কিছু দিন ধরেই বিভ্রান্তিকর ও নানা অসত্য অভিযোগ তুলে হেনস্তা করে আসছিল। এমনকি ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে তাঁকে নিয়ে জঘন্য অপপ্রচার করছে। যারা এর সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তি দাবি করছি।’
যোগাযোগ করা হলে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ইউএনওর পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরির আবেদন পাওয়া গেছে। আমরা ঘটনাটি তদন্ত করছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পক্ষ থেকে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পেজটি পুনরুদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

পটুয়াখালীর গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাক করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।
হ্যাক করার পর ‘ইউএনও গলাচিপা (উপজেলা প্রশাসন গলাচিপা)’ নামের ওই পেজ থেকে ইউএনও মিজানুর রহমানকে নিয়ে পোস্ট দেওয়া হয়, যা ভাইরাল হয়ে যায়। পরে রাতেই এ ঘটনায় তিনি গলাচিপা থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং গলাচিপা অফিসার্স ক্লাবে সংবাদ সম্মেলন করেন।
ইউএনও মিজানুরকে নিয়ে পোস্টে লেখা হয়, ‘আমার বিরুদ্ধে বড় একটা অভিযোগ হলো আমি ছাত্রলীগ করতাম। হ্যাঁ একসময় করতাম। সো, কী হয়েছে? নুরু ভাইও (গণঅধিকার পরিষদের সভাপতি) একসময় ছাত্রলীগ করতেন। তিনি একসময় জননেত্রীর পা ছুঁয়ে সালামও করেছেন। সো, তাতে কি নুরু ভাইয়ের জনপ্রিয়তা এখন কম? বঙ্গবন্ধুর আদর্শের কারণে আমরা মোটেই লজ্জিত নই। কারণ, এই দেশমাতৃকার জন্ম তাঁর হাত ধরেই। আরেকটা অভিযোগ হলো দুর্নীতির। হু ইজ ফ্রি ফ্রম ইট? যে দুর্নীতি করে না, বুঝতে হবে সে সুযোগ পায় না। মাথা উঁচু করে বাঁচতে চাই। করলাম না এই প্রশাসনের চাকরি। আমার অনুজ ঊর্মিও করে নাই। সো, আমার কেন করতে হবে? সোজাসাপটা কথা। একদিন আমাদেরও সময় আসবে। এভরি ডগ হেজ ইটজ বার্কিং ডে।’
সংবাদ সম্মেলনে ইউএনও মিজানুর বলেন, ‘পেজটি হ্যাক হওয়ার পর আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এ কারণে আইনি সহায়তার জন্য থানায় সাধারণ ডায়েরির আবেদন করেছি। পেজটি এখনো হ্যাকারদের দখলে। বর্তমানে উদ্ধারের চেষ্টা চলছে।’ তিনি সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান করেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানান।
এ ব্যাপারে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘অনৈতিক সুবিধা নিতে না পেরে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে একটা দুষ্ট চক্র বেশ কিছু দিন ধরেই বিভ্রান্তিকর ও নানা অসত্য অভিযোগ তুলে হেনস্তা করে আসছিল। এমনকি ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে তাঁকে নিয়ে জঘন্য অপপ্রচার করছে। যারা এর সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তি দাবি করছি।’
যোগাযোগ করা হলে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ইউএনওর পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরির আবেদন পাওয়া গেছে। আমরা ঘটনাটি তদন্ত করছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পক্ষ থেকে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পেজটি পুনরুদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে