Ajker Patrika

নেছারাবাদে ১৮ মামলার পলাতক আসামি রুবেল গ্রেপ্তার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 
গ্রেপ্তার মো. রুবেল হোসেন। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার মো. রুবেল হোসেন। ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন থানায় হত্যা, ছিনতাইসহ ১৮টি মামলার পলাতক আসামি মো. রুবেল হোসেন (৩৫) গ্রেপ্তার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে বরিশাল র‍্যাব-৮-এর সহায়তায় পিরোজপুরের নেছারাবাদ থানার পুলিশ তাঁকে বরিশাল শহর থেকে আটক করে।

গ্রেপ্তার রুবেল নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মো. শওকত হোসেনের ছেলে। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের করা হত্যা, ছিনতাই ও ডাকাতিসহ মোট ১৮টি মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল দীর্ঘদিন ধরে এলাকায় অনিয়মিতভাবে যাতায়াত করতেন। গোপনে এসে কিছুদিন থাকলেও লোকচক্ষুর অন্তরালে আবার সরে পড়তেন। এলাকাবাসীর একাংশ তার পরিবারকে ‘ডাকাত পরিবার’ হিসেবেও চিহ্নিত করে থাকে।

এ বিষয়ে সমুদয়কাঠি ইউনিয়ন পরিষদের সদস্য মো. নাঈম হোসেন চান বলেন, ‘রুবেলের বোন এলাকায় পরিচিত। তবে তাঁদের পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। বাইরে থেকেও শুনেছি, অনেকেই তাঁদের ডাকাত পরিবার হিসেবে চেনে। সুষ্ঠু তদন্ত হলে আরও তথ্য উঠে আসবে।’

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমীন বলেন, ‘রুবেল একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১৮টি মামলা রয়েছে। শুক্রবার রাতে বরিশাল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরের মধ্যে তাঁকে আদালতে হাজির করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত