নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীর ৯ নম্বর ওয়ার্ডের একটি চরে ধর্ষণের শিকার হওয়া থেকে এক তরুণীকে রক্ষা করেছেন তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা। সেই সঙ্গে ধর্ষণচেষ্টাকারী যুবক সোহেলকে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন তাঁরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রসুলপুর চরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তৃতীয় লিঙ্গের (হিজড়া) ব্যক্তিদের আশ্রয়স্থলে গতকাল রাতে অনুষ্ঠান থাকায় বিপুলসংখ্যক ব্যক্তি উপস্থিত ছিলেন। এর কিছু দূরে তরুণীর চিৎকারে তাঁরা বেরিয়ে গিয়ে তাঁকে উদ্ধার করেন।
ভুক্তভোগী তরুণী জানান, কেনাকাটার জন্য তিনি দূরে একটি দোকানে যাচ্ছিলেন। পথে সোহেল তাঁর পথরোধ করেন। তাঁকে টেনেহিঁচড়ে একটি ঘরের মধ্যে নেওয়ার চেষ্টা করেন। তখন তিনি চিৎকার দিলে তাঁর বাবা এগিয়ে আসেন। সোহেল তাঁর মাথায় কয়েকটি আঘাত করলে রক্তাক্ত জখম হয়। পরে হিজড়ারা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন।
পটুয়াখালী থেকে আসা হিজড়া পাখি ও স্থানীয় বাসিন্দা শান্তা জানান, ডাকচিৎকার শুনে তাঁরা বাইরে বেরিয়ে আসেন। তখন দেখেন এক তরুণীকে টানাহেঁচড়া করছেন সোহেল। বাবুল সরদার তখন রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। পরে সব হিজড়া নেমে সোহেলকে আটক করে একটি ঘরের মধ্যে আটকে রাখেন। খবর দিলে কোতোয়ালি থানার পুলিশ এসে তাঁকে নিয়ে যায়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, হিজড়ারা এক যুবককে আটক করে থানায় সোপর্দ করেছেন। এ ঘটনায় মারধরের অভিযোগে মামলা করেছেন তরুণীর বাবা। আটক সোহেলকে এ ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বরিশাল নগরীর ৯ নম্বর ওয়ার্ডের একটি চরে ধর্ষণের শিকার হওয়া থেকে এক তরুণীকে রক্ষা করেছেন তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা। সেই সঙ্গে ধর্ষণচেষ্টাকারী যুবক সোহেলকে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন তাঁরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রসুলপুর চরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তৃতীয় লিঙ্গের (হিজড়া) ব্যক্তিদের আশ্রয়স্থলে গতকাল রাতে অনুষ্ঠান থাকায় বিপুলসংখ্যক ব্যক্তি উপস্থিত ছিলেন। এর কিছু দূরে তরুণীর চিৎকারে তাঁরা বেরিয়ে গিয়ে তাঁকে উদ্ধার করেন।
ভুক্তভোগী তরুণী জানান, কেনাকাটার জন্য তিনি দূরে একটি দোকানে যাচ্ছিলেন। পথে সোহেল তাঁর পথরোধ করেন। তাঁকে টেনেহিঁচড়ে একটি ঘরের মধ্যে নেওয়ার চেষ্টা করেন। তখন তিনি চিৎকার দিলে তাঁর বাবা এগিয়ে আসেন। সোহেল তাঁর মাথায় কয়েকটি আঘাত করলে রক্তাক্ত জখম হয়। পরে হিজড়ারা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন।
পটুয়াখালী থেকে আসা হিজড়া পাখি ও স্থানীয় বাসিন্দা শান্তা জানান, ডাকচিৎকার শুনে তাঁরা বাইরে বেরিয়ে আসেন। তখন দেখেন এক তরুণীকে টানাহেঁচড়া করছেন সোহেল। বাবুল সরদার তখন রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। পরে সব হিজড়া নেমে সোহেলকে আটক করে একটি ঘরের মধ্যে আটকে রাখেন। খবর দিলে কোতোয়ালি থানার পুলিশ এসে তাঁকে নিয়ে যায়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, হিজড়ারা এক যুবককে আটক করে থানায় সোপর্দ করেছেন। এ ঘটনায় মারধরের অভিযোগে মামলা করেছেন তরুণীর বাবা। আটক সোহেলকে এ ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৬ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৬ ঘণ্টা আগে