আমতলী (বরগুনা) প্রতিনিধি

মামাকে কুপিয়ে গুরুতর জখম করে চাচার বাড়িতে লুকাতে এসে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। গতকাল রোববার রাতে তালতলী পশ্চিম গাবতলী গ্রামে ঘটনাটি ঘটেছে।
মো. মাহফুজ (১৮) বরগুনা জেলার বড় লবনগোলা এলাকার নিজাম হাওলাদারের ছেলে।
প্রতিবেশী সূত্রে জানা গেছে, মাহফুজ গত শুক্রবার তাঁর মামা ফজলু প্যাদাকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় বরগুনা সদর থানায় মামলা হয়। ওই মামলায় মাহফুজকে প্রধান আসামি করা হয়। পুলিশের হাত থেকে রক্ষা পেতে তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের পশ্চিম গাবতলী গ্রামের চাচা বাদশা হাওলাদার বাড়িতে লুকিয়ে থাকেন তিনি। গত ৩ দিন ধরে তিনি ওই বাড়িতেই অবস্থান করছিলেন। রোববার রাতে মাহফুজ চাচার ঘর থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি। তাঁরা বিভিন্ন স্থানে তাঁকে খুঁজতে থাকে। এক পর্যায় তাঁকে পার্শ্ববর্তী আরেক চাচা কাওসার হাওলাদারের রেইনট্রি গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখা যায়। পরে তাঁরা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় তালতলী থানার একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নিহতের চাচা বাদশা হাওলাদার বলেন, খুঁজতে গিয়ে রেইনট্রি গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখে লোকজনকে ডাক দেই। পরে লোকজন পুলিশে খবর দেয়।
তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

মামাকে কুপিয়ে গুরুতর জখম করে চাচার বাড়িতে লুকাতে এসে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। গতকাল রোববার রাতে তালতলী পশ্চিম গাবতলী গ্রামে ঘটনাটি ঘটেছে।
মো. মাহফুজ (১৮) বরগুনা জেলার বড় লবনগোলা এলাকার নিজাম হাওলাদারের ছেলে।
প্রতিবেশী সূত্রে জানা গেছে, মাহফুজ গত শুক্রবার তাঁর মামা ফজলু প্যাদাকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় বরগুনা সদর থানায় মামলা হয়। ওই মামলায় মাহফুজকে প্রধান আসামি করা হয়। পুলিশের হাত থেকে রক্ষা পেতে তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের পশ্চিম গাবতলী গ্রামের চাচা বাদশা হাওলাদার বাড়িতে লুকিয়ে থাকেন তিনি। গত ৩ দিন ধরে তিনি ওই বাড়িতেই অবস্থান করছিলেন। রোববার রাতে মাহফুজ চাচার ঘর থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি। তাঁরা বিভিন্ন স্থানে তাঁকে খুঁজতে থাকে। এক পর্যায় তাঁকে পার্শ্ববর্তী আরেক চাচা কাওসার হাওলাদারের রেইনট্রি গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখা যায়। পরে তাঁরা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় তালতলী থানার একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নিহতের চাচা বাদশা হাওলাদার বলেন, খুঁজতে গিয়ে রেইনট্রি গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখে লোকজনকে ডাক দেই। পরে লোকজন পুলিশে খবর দেয়।
তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
২৩ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
২ ঘণ্টা আগে