লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ও ধলীগৌরনগর—এ দুই ইউনিয়নের সংযোগ সড়কের পাটওয়ারীর খালের ওপর নির্মিত ব্রিজটির দক্ষিণ মাথায় ভেঙে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। ব্রিজটি এখন চলাচলকারী জনসাধারণের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মধ্যবর্তী বয়ে যাওয়া বেতুয়া নদীর উপশাখা পাটাওয়ারীর খালের ওপর চতলা এলাকার কুমারখালী ও উত্তর চরমোল্লাজী আজিজিয়া মাদ্রাসাসংলগ্ন ব্রিজটি কয়েক মাস যাবৎ ভেঙে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে রয়েছে। এই ব্রিজের ওপর দিয়ে উপজেলা শহর থেকে ধলীগৌরনগর ইউনিয়ন হয়ে লর্ড হার্ডিঞ্জ বাজারে শত শত যাত্রীবাহী ও মালবাহী যানবাহন চলাচল করত। কিন্তু ব্রিজটি ভেঙে যাওয়ায় এখন আর আগের মতো যান চলাচল করতে পারছে না। দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীবাহী ও মালবাহী যানবাহনের চালকদের। স্থানীয়রা ব্রিজটির ওপর কিছুদিন কাঠ দিয়ে কোনো রকমে হালকা যানবাহন পারাপার করলেও এখন তা-ও ভেঙে যায়। বর্তমানে ভাঙা ব্রিজটির ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে রিকশা, ভ্যান, অটো ও মোটরসাইকেল। পথচারী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে ব্রিজটির ওপর দিয়ে।
মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. মোসলেহ উদ্দীন বলেন, ১ সপ্তাহ আগে বাড়ি থেকে সন্ধ্যায় বাজার করতে বেরিয়েছিলাম, ব্রিজটি পার হওয়ার সময় ভাঙা গর্তের জায়গায় পড়ে গিয়ে আমি হাতে-পায়ে মারাত্মক ব্যথা পেয়েছি। ভাগ্য ভালো, হাত-পা ছিলে গেলেও কোথাও ভাঙেনি। তিনি আরও বলেন, ‘ব্রিজটি ভাঙার কারণে চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছে মানুষ। এতে অনেক পথচারী বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছে। কর্তৃপক্ষের উচিত বড় কোনো দুর্ঘটনা না ঘটার আগেই ব্রিজটি ভেঙে নতুন করে তৈরি করা। এ দাবি আমিসহ এলাকাবাসীর।’
স্থানীয় বাসিন্দা আনিচল হক মিয়া বলেন, উপজেলার মধ্যে সবচেয়ে বেশি মানুষ ও যানবাহন যাতায়াত করে এই সড়ক দিয়ে, ব্রিজটি ভাঙার কারণে যানবাহন আসা-যাওয়া করতে পারে না, দীর্ঘদিন ভাঙা ব্রিজটি দেখার মতো কেউ নেই।
এ ব্যাপারে লালমোহন উপজেলা প্রকৌশলী মো. বিল্লাল হোসেন বলেন, ‘ব্রিজটি সম্পর্কে আমরা অবগত আছি। রাজস্ব খাত থেকে বরাদ্দ দিয়ে ব্রিজটি শিগগিরই মেরামত করা হবে।’

ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ও ধলীগৌরনগর—এ দুই ইউনিয়নের সংযোগ সড়কের পাটওয়ারীর খালের ওপর নির্মিত ব্রিজটির দক্ষিণ মাথায় ভেঙে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। ব্রিজটি এখন চলাচলকারী জনসাধারণের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মধ্যবর্তী বয়ে যাওয়া বেতুয়া নদীর উপশাখা পাটাওয়ারীর খালের ওপর চতলা এলাকার কুমারখালী ও উত্তর চরমোল্লাজী আজিজিয়া মাদ্রাসাসংলগ্ন ব্রিজটি কয়েক মাস যাবৎ ভেঙে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে রয়েছে। এই ব্রিজের ওপর দিয়ে উপজেলা শহর থেকে ধলীগৌরনগর ইউনিয়ন হয়ে লর্ড হার্ডিঞ্জ বাজারে শত শত যাত্রীবাহী ও মালবাহী যানবাহন চলাচল করত। কিন্তু ব্রিজটি ভেঙে যাওয়ায় এখন আর আগের মতো যান চলাচল করতে পারছে না। দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীবাহী ও মালবাহী যানবাহনের চালকদের। স্থানীয়রা ব্রিজটির ওপর কিছুদিন কাঠ দিয়ে কোনো রকমে হালকা যানবাহন পারাপার করলেও এখন তা-ও ভেঙে যায়। বর্তমানে ভাঙা ব্রিজটির ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে রিকশা, ভ্যান, অটো ও মোটরসাইকেল। পথচারী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে ব্রিজটির ওপর দিয়ে।
মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. মোসলেহ উদ্দীন বলেন, ১ সপ্তাহ আগে বাড়ি থেকে সন্ধ্যায় বাজার করতে বেরিয়েছিলাম, ব্রিজটি পার হওয়ার সময় ভাঙা গর্তের জায়গায় পড়ে গিয়ে আমি হাতে-পায়ে মারাত্মক ব্যথা পেয়েছি। ভাগ্য ভালো, হাত-পা ছিলে গেলেও কোথাও ভাঙেনি। তিনি আরও বলেন, ‘ব্রিজটি ভাঙার কারণে চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছে মানুষ। এতে অনেক পথচারী বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছে। কর্তৃপক্ষের উচিত বড় কোনো দুর্ঘটনা না ঘটার আগেই ব্রিজটি ভেঙে নতুন করে তৈরি করা। এ দাবি আমিসহ এলাকাবাসীর।’
স্থানীয় বাসিন্দা আনিচল হক মিয়া বলেন, উপজেলার মধ্যে সবচেয়ে বেশি মানুষ ও যানবাহন যাতায়াত করে এই সড়ক দিয়ে, ব্রিজটি ভাঙার কারণে যানবাহন আসা-যাওয়া করতে পারে না, দীর্ঘদিন ভাঙা ব্রিজটি দেখার মতো কেউ নেই।
এ ব্যাপারে লালমোহন উপজেলা প্রকৌশলী মো. বিল্লাল হোসেন বলেন, ‘ব্রিজটি সম্পর্কে আমরা অবগত আছি। রাজস্ব খাত থেকে বরাদ্দ দিয়ে ব্রিজটি শিগগিরই মেরামত করা হবে।’

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
১৮ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে