গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির কর্মীর বিরুদ্ধে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মাহিলাড়া-নলচিড়া সড়কের কেফায়েতনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আওয়ামী লীগ নেতার নাম মো. বাদশা ফকির। নলচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও নলচিড়া বাজার কমিটির সাবেক সভাপতি তিনি। বর্তমানে তিনি গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন নলচিড়া ইউনিয়ন বিএনপির সদস্য মো. আব্দুল কুদ্দুস ও তাঁর লোকজন।
মো. বাদশা ফকির অভিযোগ করে বলেন, ‘আমি নিজ বাড়ি থেকে বরিশালের উদ্দেশে রওনা হই। মাহিলাড়া-নলচিড়া সড়কের কেফায়েতনগর এলাকায় পৌঁছালে নলচিড়া ইউনিয়ন বিএনপির সদস্য মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে তাঁর লোকজন জুয়েল সরদার, মনির সিকদার, হুমায়ুন কাজী ও নুর জামালসহ ২০–৩০ জন সন্ত্রাসী আমার পথরোধ করে।’
তিনি বলেন, তাঁকে রিকশা থেকে নামিয়ে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। নলচিড়া বাজারের একটি চায়ের দোকানের পেছনে নিয়ে বেদমভাবে পিটিয়ে আহত করা হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নলচিড়া ইউনিয়ন বিএনপির সদস্য মো. আব্দুল কুদ্দুস বলেন, ‘ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নাই। শুনেছি কে বা কারা বাদশা ফকিরকে ধরে নিয়ে মারধর করেছে।’
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও আহত বাদশা ফকিরের ছেলে টিপু সুলতান জানান, তাঁর বাবাকে হাতুড়ি এবং কোদাল দিয়ে পেটানোর কারণে শরীরে তীব্র ব্যথা রয়েছে। এ ঘটনা গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মৌখিকভাবে জানানো হয়েছে। তিনি বরিশাল আছে। তিনি এলে অভিযোগ দেওয়া হবে।
গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, আহতের ছেলের মাধ্যমে মৌখিকভাবে অভিযোগ পেয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালের গৌরনদী উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির কর্মীর বিরুদ্ধে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মাহিলাড়া-নলচিড়া সড়কের কেফায়েতনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আওয়ামী লীগ নেতার নাম মো. বাদশা ফকির। নলচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও নলচিড়া বাজার কমিটির সাবেক সভাপতি তিনি। বর্তমানে তিনি গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন নলচিড়া ইউনিয়ন বিএনপির সদস্য মো. আব্দুল কুদ্দুস ও তাঁর লোকজন।
মো. বাদশা ফকির অভিযোগ করে বলেন, ‘আমি নিজ বাড়ি থেকে বরিশালের উদ্দেশে রওনা হই। মাহিলাড়া-নলচিড়া সড়কের কেফায়েতনগর এলাকায় পৌঁছালে নলচিড়া ইউনিয়ন বিএনপির সদস্য মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে তাঁর লোকজন জুয়েল সরদার, মনির সিকদার, হুমায়ুন কাজী ও নুর জামালসহ ২০–৩০ জন সন্ত্রাসী আমার পথরোধ করে।’
তিনি বলেন, তাঁকে রিকশা থেকে নামিয়ে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। নলচিড়া বাজারের একটি চায়ের দোকানের পেছনে নিয়ে বেদমভাবে পিটিয়ে আহত করা হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নলচিড়া ইউনিয়ন বিএনপির সদস্য মো. আব্দুল কুদ্দুস বলেন, ‘ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নাই। শুনেছি কে বা কারা বাদশা ফকিরকে ধরে নিয়ে মারধর করেছে।’
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও আহত বাদশা ফকিরের ছেলে টিপু সুলতান জানান, তাঁর বাবাকে হাতুড়ি এবং কোদাল দিয়ে পেটানোর কারণে শরীরে তীব্র ব্যথা রয়েছে। এ ঘটনা গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মৌখিকভাবে জানানো হয়েছে। তিনি বরিশাল আছে। তিনি এলে অভিযোগ দেওয়া হবে।
গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, আহতের ছেলের মাধ্যমে মৌখিকভাবে অভিযোগ পেয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মিনিট আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার বৈচন্ডী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে