
পটুয়াখালীর বাউফলে সরকারি খালের জায়গা দখল করে নির্মিত ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় এক্সকাভেটর (খনন যন্ত্র) দিয়ে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার উপজেলার কালিশুরী বাজারসংলগ্ন এলাকায় এই উচ্ছেদ কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু।
বাজারের ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কালিশুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নেছার উদ্দিন সিকদার জামাল বাজারসংলগ্ন খাল দখল করে আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করেন। তিনি ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজের ঘনিষ্ঠজন।
এ কারণে প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারেনি। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর চেয়ারম্যান নেছার আত্মগোপনে চলে যান। এর পর থেকে তালাবদ্ধ ছিল কার্যালয়টি। এখন তা উচ্ছেদ করা হলো।
কালিশুরী বাজার কমিটির সভাপতি মো. ফয়সাল মোল্লা জানান, এই উদ্যোগের ফলে কালিশুরী বাজারের জলাবদ্ধতা নিরসনের পথ উন্মুক্ত হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার বলেন, ‘একাধিকবার নোটিশ দেওয়া হলেও অবৈধ স্থাপনা সরিয়ে নেননি আওয়ামী লীগ নেতা নেছার উদ্দিন সিকদার জামাল। এ কারণে উচ্ছেদ করা হয়েছে।’

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৬ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
৮ মিনিট আগে