বরিশাল প্রতিনিধি

বরিশাল ইসলামিয়া কলেজের ছাত্র রিয়াদুল ইসলাম রিয়াদের মৃত্যুকে কেন্দ্র করে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘাতের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে হাসপাতালের সার্জারি ইউনিটে এ হতাহতের ঘটনা ঘটে।
রোগীর স্বজনদের অভিযোগ, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেও সেখানে চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে রিয়াদের।
জানা গেছে, বরিশাল ইসলামিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও ঝালকাঠি জেলার কাঠালিয়ার মহিষকান্দি এলাকার আনছার আলীর ছেলে রিয়াদ মোটরসাইকেলে বরিশাল সদর উপজেলার হৃদয় ও ওসমান গনিকে নিয়ে ইসলামিয়া কলেজ থেকে তালতলী যাচ্ছিলেন। পথে মহাবাজ এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত তিন বন্ধুকে উদ্ধার করে স্থানীয়রা বরিশাল শেবাচিম হাসপাতালের সার্জারি ১ ইউনিটে ভর্তি করে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রিয়াদের, বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন।
নিহত রিয়াদের স্বজনেরা বলেন, ‘হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা একজন একজন করে চিকিৎসা দিচ্ছিল। আমরা বারবার বলছিলাম-রিয়াদের অবস্থা বেশি খারাপ, কিন্তু তারা সেই কথা শোনেনি। রিয়াদকে চিকিৎসা না দেওয়ায় রিয়াদ মারা যায়।’
মৃত্যুর সংবাদে রিয়াদের বন্ধুদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের হাতাহাতি হয়। এর কিছুক্ষণ পর ইন্টার্ন চিকিৎসকেরা এসে রোগীর স্বজনদের ওপর হামলা চালিয়ে ব্যাপক মারধর করে।
তবে সার্জারি ইউনিটে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক অর্নব খান বলেন, ‘রোগী মারা যাওয়ার পর কলেজ ইউনিফর্ম পরা মৃতের বন্ধুরা এসে ডিউটি ডাক্তারদের রুমে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে। রুমে থাকা দুই নারী ইন্টার্ন চিকিৎসককে শ্লীলতাহানির চেষ্টা করলে অন্য ইন্টার্ন চিকিৎসকেরা বাধা দেয় এবং তাদের মারধর করা হয়।’
বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা: রাকিন বলেন, ‘সর্বোচ্চ চেষ্টা চালানো হয়েছে ওই রোগীকে বাঁচানোর জন্য। তারপরও মৃতের স্বজন ও বন্ধুরা আমাদের ওপর হামলা করেছে। তারা হুমকি দিয়েছে।’
এ বিষয়ে সেবাচিম হাসপাতাল পরিচালক ডা: এইচ এম সাইফুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত তিনজন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে যে মারা গেছে তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। ইন্টার্ন চিকিৎসকদের ওপর রোগীর স্বজনদের এমন আচরণ কাম্য নয়। ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বিষয়টি নিয়ে আমরা আলোচনায় বসব।’

বরিশাল ইসলামিয়া কলেজের ছাত্র রিয়াদুল ইসলাম রিয়াদের মৃত্যুকে কেন্দ্র করে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘাতের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে হাসপাতালের সার্জারি ইউনিটে এ হতাহতের ঘটনা ঘটে।
রোগীর স্বজনদের অভিযোগ, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেও সেখানে চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে রিয়াদের।
জানা গেছে, বরিশাল ইসলামিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও ঝালকাঠি জেলার কাঠালিয়ার মহিষকান্দি এলাকার আনছার আলীর ছেলে রিয়াদ মোটরসাইকেলে বরিশাল সদর উপজেলার হৃদয় ও ওসমান গনিকে নিয়ে ইসলামিয়া কলেজ থেকে তালতলী যাচ্ছিলেন। পথে মহাবাজ এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত তিন বন্ধুকে উদ্ধার করে স্থানীয়রা বরিশাল শেবাচিম হাসপাতালের সার্জারি ১ ইউনিটে ভর্তি করে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রিয়াদের, বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন।
নিহত রিয়াদের স্বজনেরা বলেন, ‘হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা একজন একজন করে চিকিৎসা দিচ্ছিল। আমরা বারবার বলছিলাম-রিয়াদের অবস্থা বেশি খারাপ, কিন্তু তারা সেই কথা শোনেনি। রিয়াদকে চিকিৎসা না দেওয়ায় রিয়াদ মারা যায়।’
মৃত্যুর সংবাদে রিয়াদের বন্ধুদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের হাতাহাতি হয়। এর কিছুক্ষণ পর ইন্টার্ন চিকিৎসকেরা এসে রোগীর স্বজনদের ওপর হামলা চালিয়ে ব্যাপক মারধর করে।
তবে সার্জারি ইউনিটে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক অর্নব খান বলেন, ‘রোগী মারা যাওয়ার পর কলেজ ইউনিফর্ম পরা মৃতের বন্ধুরা এসে ডিউটি ডাক্তারদের রুমে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে। রুমে থাকা দুই নারী ইন্টার্ন চিকিৎসককে শ্লীলতাহানির চেষ্টা করলে অন্য ইন্টার্ন চিকিৎসকেরা বাধা দেয় এবং তাদের মারধর করা হয়।’
বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা: রাকিন বলেন, ‘সর্বোচ্চ চেষ্টা চালানো হয়েছে ওই রোগীকে বাঁচানোর জন্য। তারপরও মৃতের স্বজন ও বন্ধুরা আমাদের ওপর হামলা করেছে। তারা হুমকি দিয়েছে।’
এ বিষয়ে সেবাচিম হাসপাতাল পরিচালক ডা: এইচ এম সাইফুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত তিনজন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে যে মারা গেছে তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। ইন্টার্ন চিকিৎসকদের ওপর রোগীর স্বজনদের এমন আচরণ কাম্য নয়। ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বিষয়টি নিয়ে আমরা আলোচনায় বসব।’

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
২৫ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে